Monday, January 12, 2026

রবি ফাউলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনল ইস্টবেঙ্গল ক্লাব

Date:

Share post:

কোনওরকম রাখঢাক না করে রবি ফাউলারের( rabi fowler) বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনল ইস্টবেঙ্গল ক্লাব( east bengal club)। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের নাম না করে ট্যুইটারে ক্ষোভ উগরে দেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তাঁর প্রশ্ন, মূল চুক্তিপত্রে সই করতে কেন ৮ মাস সময় লাগল? আগামী মরশুমের ব‍্যর্থতায় দায় কে নেবে? তার কয়েক ঘন্টা যেতে  না যেতেই পাল্টা দিলেন ক্লাবের এক শীর্ষ কর্তা।

এদিন এখন বিশ্ব বাংলা সংবাদকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা বলেন,” কে এই রবি ফাউলার। যে ভারতীয় ফুটবলারদের অসম্মান করে। যার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ, যে ভারতীয় ফুটবলাদের মধ্যে বিভাজন করছে। এরকম কোচের আসার দরকার কী ভারতে? তিনি এক্তিয়ারের বাইরে কাজ করছেন। নিম্নমানের বিদেশি ফুটবলার এনেছেন। তার থেকে কোন জ্ঞান শুনবে না ক্লাব। রবি ফাউলার মতন ফুটবলার আসুক, কিন্তু কোচের দরকার নেই।

লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের মূল চুক্তিপত্রে এখনও সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। শুক্রবার একটি ফ‍্যান ফোরাম সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ করে যে, ক্লাবকর্তারা শ্রী সিমেন্টের দেওয়া ফাইনাল চুক্তিপত্রে সই করবে। আর এর জন‍্য যাবতীয় আইনি কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এই খবরের পরেই ট্যুইট করেন ফাউলার। টুইটারে তিনি লেখেন,”সত্যি বলতে গেলে আমি অবাকই হব, ওদের কাছে আট মাসের বেশি সময় ছিল সই করার জন্য। আর আমি অবাক হব না যদি ওদের মনে অন্য কিছু চলে। ওরা জানে যে অপেক্ষা করে থাকলে পরের বছর গতবারের থেকেও কঠিন হবে।”

এই ট্যুইটে স্পষ্ট,  নাম না করে যে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদেরই দুষেছেন। পাশাপাশি ফাউলারের ট্যুইটে পরিষ্কার, পরের মুরশুমে ক্লাব ফের ব‍্যর্থতার সম্মুখীন হলে তার দায় নিতে হবে ক্লাব কর্তাদেরই।

যদিও চুক্তিপত্রে কবে সই হবে তা নিয়ে এখনও কিছু বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুন:লালরামচুল্লোভাকে সই করাল সাদা-কালো ব্রিগেড

 

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...