Thursday, January 22, 2026

দলত্যাগের জল্পনার মাঝেই নেতৃত্বকে জোড়া চিঠি রাজীবের, আমন্ত্রণ পেলেন পদ্মের বৈঠকে

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের(assembly election) আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তবে নির্বাচনে গেরুয়া শিবির চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর রাজীবকে ঘিরে ওঠে দলবদলে জল্পনা। এহেন পরিস্থিতির মাঝেই এবার রাজ্য বিজেপি(BJP) নেতৃত্বকে জোড়া চিঠি পাঠালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় আগামী ২৯ জুলাই বিজেপির রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেও আমন্ত্রণ জানানো হয়েছে রাজীবকে।

বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজীবের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা রথীন্দ্রনাথ বসুকে। এদিকে দলবদলে প্রবল জল্পনার মাঝেই রাজ্য বিজেপি নেতৃত্বকে দুটি চিঠি পাঠিয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যার একটি চিঠি মুখ বন্ধ খামে তিনি পাঠিয়েছেন বিজেপির রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। সেই চিঠিতে কী লেখা রয়েছে তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইনি কেউই। অন্যদিকে আরেকটি খোলা চিঠিতে ডোমজুড়ের ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নাম ঠিকানা উল্লেখ করে তাদের ঘরে ফেরানোর জন্য খোলা চিঠি দিয়েছেন রাজীব। তবে মুখ বন্ধ খামে রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করে রাজীব বন্দ্যোপাধ্যায় চিঠিতে কী লিখেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:শুভেন্দু হানায় ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ভবনের নিরাপত্তা

উল্লেখ্য, রাজ্যে বিজেপির শোচনীয়’ হারের পর সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে কেন্দ্র করে বিজেপি নেতার দলবদলের জল্পনা প্রবল আকার ধারণ করে। যদিও সেই সাক্ষাৎকে পুরোপুরি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছিলেন দুজনেই। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেদিন প্রকাশ্যে বিজেপি সমালোচনা করতে দেখা যায় রাজীবকে। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ‘কথায় কথায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি মানুষ ভালোভাবে নেবে না।’ দলবদলে সেই গুঞ্জনের মাঝেই রাজ্য নেতৃত্বেকে মুখ বন্ধ খামে রাজীবের চিঠি ফের জল্পনা বাড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

 

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...