Wednesday, November 12, 2025

দলত্যাগের জল্পনার মাঝেই নেতৃত্বকে জোড়া চিঠি রাজীবের, আমন্ত্রণ পেলেন পদ্মের বৈঠকে

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের(assembly election) আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তবে নির্বাচনে গেরুয়া শিবির চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর রাজীবকে ঘিরে ওঠে দলবদলে জল্পনা। এহেন পরিস্থিতির মাঝেই এবার রাজ্য বিজেপি(BJP) নেতৃত্বকে জোড়া চিঠি পাঠালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় আগামী ২৯ জুলাই বিজেপির রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেও আমন্ত্রণ জানানো হয়েছে রাজীবকে।

বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজীবের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা রথীন্দ্রনাথ বসুকে। এদিকে দলবদলে প্রবল জল্পনার মাঝেই রাজ্য বিজেপি নেতৃত্বকে দুটি চিঠি পাঠিয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যার একটি চিঠি মুখ বন্ধ খামে তিনি পাঠিয়েছেন বিজেপির রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। সেই চিঠিতে কী লেখা রয়েছে তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইনি কেউই। অন্যদিকে আরেকটি খোলা চিঠিতে ডোমজুড়ের ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নাম ঠিকানা উল্লেখ করে তাদের ঘরে ফেরানোর জন্য খোলা চিঠি দিয়েছেন রাজীব। তবে মুখ বন্ধ খামে রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করে রাজীব বন্দ্যোপাধ্যায় চিঠিতে কী লিখেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:শুভেন্দু হানায় ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ভবনের নিরাপত্তা

উল্লেখ্য, রাজ্যে বিজেপির শোচনীয়’ হারের পর সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে কেন্দ্র করে বিজেপি নেতার দলবদলের জল্পনা প্রবল আকার ধারণ করে। যদিও সেই সাক্ষাৎকে পুরোপুরি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছিলেন দুজনেই। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেদিন প্রকাশ্যে বিজেপি সমালোচনা করতে দেখা যায় রাজীবকে। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ‘কথায় কথায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি মানুষ ভালোভাবে নেবে না।’ দলবদলে সেই গুঞ্জনের মাঝেই রাজ্য নেতৃত্বেকে মুখ বন্ধ খামে রাজীবের চিঠি ফের জল্পনা বাড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...