Saturday, May 3, 2025

বাড়ি পৌঁছে আবেগপ্রবণ রাষ্ট্রপতি কোবিন্দ, মাথানত করলেন জন্মভূমির কাছে

Date:

Share post:

তিন দিনের জন্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh) সফরে গিয়েছেন রাষ্ট্রপতি(president) রামনাথ কোবিন্দ(Ram nath kovind)। এই সফরের দ্বিতীয় দিন রবিবার উত্তরপ্রদেশের দেহাত জেলার কানপুরে নিজের পৈত্রিক গ্রাম পরোখে সফর করলেন দেশের রাষ্ট্রপতি। আর সেখানেই ধরা পড়লো এক বিরল দৃশ্য। মাথা নত করে নিজের গ্রামের মাটিকে প্রণাম করলেন রামনাথ কোবিন্দ। এই ছবি টুইটারে শেয়ার করেছেন রাষ্ট্রপতি নিজেই। এরপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় ছবিটি।

জানা গিয়েছে, রাষ্ট্রপতির সফরের জন্য উত্তরপ্রদেশের কানপুরে রাষ্ট্রপতির গ্রামে তৈরি করা হয়েছিল এক অস্থায়ী হেলিপ্যাড। বায়ুসেনার হেলিকপ্টারে করে সেখানে সকালে এসে পৌঁছান রামনাথ কোবিন্দ। হেলিকপ্টার থেকে নামার পর। মাথা নত করে নিজের গ্রামের মাটিকে প্রণাম করেন তিনি। পাশাপাশি এই সফরের পর টুইট করে দেশের রাষ্ট্রপতি লেখেন, “আমি যেখানেই যাই আমার গ্রামের মাটির সুগন্ধ এবং গ্রামবাসীদের স্মৃতি সর্বদা আমার হৃদয়ে বিদ্যমান থাকে। আমার জন্য পরক কেবল একটি গ্রাম নয়, এটা আমার মাতৃভূমি। যেখান থেকে আমি এগিয়ে যাওয়ার এবং দেশসেরা করার প্রেরণা পেয়েছি।” পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, “মাতৃভূমি এই প্রেরণা আমাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রাজ্যসভা, রাজ্যসভা থেকে রাজভবন এবং রাজভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে দিয়েছে। জন্মভূমির সাথে জড়িত এমন আনন্দ ও গর্ব প্রকাশের জন্য সংস্কৃত কাব্যে বলা হয়েছে, ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’ অর্থাৎ জন্মদাত্রী মা ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়।”

পাশাপাশি টুইটারে তিনি আরো লেখেন, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে গ্রামের আমার মত একটা সামান্য বালক দেশের সর্বোচ্চ পদের দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করবেন। কিন্তু আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে সফল করে দেখিয়ে দিয়েছে।

 

spot_img
spot_img

Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...