তিন দিনের জন্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh) সফরে গিয়েছেন রাষ্ট্রপতি(president) রামনাথ কোবিন্দ(Ram nath kovind)। এই সফরের দ্বিতীয় দিন রবিবার উত্তরপ্রদেশের দেহাত জেলার কানপুরে নিজের পৈত্রিক গ্রাম পরোখে সফর করলেন দেশের রাষ্ট্রপতি। আর সেখানেই ধরা পড়লো এক বিরল দৃশ্য। মাথা নত করে নিজের গ্রামের মাটিকে প্রণাম করলেন রামনাথ কোবিন্দ। এই ছবি টুইটারে শেয়ার করেছেন রাষ্ট্রপতি নিজেই। এরপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় ছবিটি।

জানা গিয়েছে, রাষ্ট্রপতির সফরের জন্য উত্তরপ্রদেশের কানপুরে রাষ্ট্রপতির গ্রামে তৈরি করা হয়েছিল এক অস্থায়ী হেলিপ্যাড। বায়ুসেনার হেলিকপ্টারে করে সেখানে সকালে এসে পৌঁছান রামনাথ কোবিন্দ। হেলিকপ্টার থেকে নামার পর। মাথা নত করে নিজের গ্রামের মাটিকে প্রণাম করেন তিনি। পাশাপাশি এই সফরের পর টুইট করে দেশের রাষ্ট্রপতি লেখেন, “আমি যেখানেই যাই আমার গ্রামের মাটির সুগন্ধ এবং গ্রামবাসীদের স্মৃতি সর্বদা আমার হৃদয়ে বিদ্যমান থাকে। আমার জন্য পরক কেবল একটি গ্রাম নয়, এটা আমার মাতৃভূমি। যেখান থেকে আমি এগিয়ে যাওয়ার এবং দেশসেরা করার প্রেরণা পেয়েছি।” পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, “মাতৃভূমি এই প্রেরণা আমাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রাজ্যসভা, রাজ্যসভা থেকে রাজভবন এবং রাজভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে দিয়েছে। জন্মভূমির সাথে জড়িত এমন আনন্দ ও গর্ব প্রকাশের জন্য সংস্কৃত কাব্যে বলা হয়েছে, ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’ অর্থাৎ জন্মদাত্রী মা ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়।”
In a rare emotional gesture, after landing at the helipad near his village, Paraunkh of Kanpur Dehat district of Uttar Pradesh, President Ram Nath Kovind bowed and touched the soil to pay obeisance to the land of his birth. pic.twitter.com/zx6OhUchSu
— President of India (@rashtrapatibhvn) June 27, 2021
পাশাপাশি টুইটারে তিনি আরো লেখেন, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে গ্রামের আমার মত একটা সামান্য বালক দেশের সর্বোচ্চ পদের দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করবেন। কিন্তু আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে সফল করে দেখিয়ে দিয়েছে।
