Sunday, January 11, 2026

জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে কাশ্মীরের পুলিশকর্মীর স্ত্রীর পর মৃত্যু মেয়েরও

Date:

Share post:

জম্মু বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর ফের এক পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে জম্মু ও কাশ্মীরের পুলিশ অফিসার এবং তাঁর স্ত্রীকে গুলি করে মারে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে জখম হয় ওই অফিসারের মেয়েও। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে প্রাণ হারান মৃত পুলিশ সুপারের মেয়েও। রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় পুলিশ সুপারের বাড়িতে ঢুকে এই হামলা চালায় জঙ্গিরা। মৃত স্পেশ্যাল পুলিশ সুপারের (SPO)নাম ফায়াজ আহমেদ এবং তাঁর স্ত্রীর নাম রাজা বেগম।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ তাঁদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই আহত হন ফায়াজ এবং তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তাঁর স্ত্রীর। তাঁদের মেয়ে রাফিয়াকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিতও করা হয়।  কিন্তু তাতেও বাঁচানো যায়নি রাফিয়াকে। এদিকে পুলিশকর্মীর বাড়িতে ঢুকে হামলার পরপরই নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।  যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, অবন্তিপোরার হরিপরিগ্রামে সপরিবারে থাকতেন ওই পুলিশ আধিকারিক। সেখানে জঙ্গি হামলা হওয়ার পর সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে পুলিশ। জঙ্গিদের খোঁজে চলে তল্লাশি অভিযানও।

রবিবার ড্রোন হামলার পর উত্তপ্ত গোটা এলাকা। তারপর জঙ্গিদের পুলিশের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় চাপ বাড়াচ্ছে প্রশাসনিক মহলে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...