Tuesday, January 13, 2026

‘রাজ্যপালের ভাষণ সম্প্রচার বন্ধ হওয়া জরুরি অবস্থা শামিল’, স্পিকারকে চিঠি ধনকড়ের

Date:

Share post:

করোনা পরিস্থিতির(covid situation) কারণে বিধানসভার(assembly) বাজেট অধিবেশনে সংবাদমাধ্যমের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে রাজ্যপালের(governor) ভাষণের সম্প্রচার করা সম্ভব নয়। সম্প্রতি এই মর্মে রাজভবনকে চিঠি দিয়েছিল বিধানসভা। তারই পাল্টা হিসেবে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে(Biman Banerjee) কড়া চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। জানিয়ে দিলেন, “রাজ্যপালের ভাষণ সম্প্রচার বন্ধ করা জরুরি অবস্থার শামিল।” বুধবার বিধানসভার স্পিকারকে লেখা চিঠির ছত্রে ছত্রে স্পিকারের ভূমিকা নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সরব হয়েছেন বিধানসভার কাজে রাজ্যপালের হস্তক্ষেপের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে লেখা চিঠির বিষয়টি নিয়েও।

বুধবার স্পিকারকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, ‘লোকসভার অধ্যক্ষকে দেওয়া আপনার চিঠি আমাকে ব্যথিত করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আপনার এই অভিযোগ সংবিধানের পরিপন্থী। বরং আপনার কাজে রাজ্যপাল পদটির অবমাননা করা হয়েছে। আমি বিধানসভায় যাওয়ার পরেও গেট বন্ধ রাখা হয়েছে। আমি বিধানসভায় গেলেও আপনি উপস্থিত থাকেননি। বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যপালের ভাষণ দেখানো হবে না বলে জানানো হয়েছে। সংবিধানের ১৭৬ ধারা অনুযায়ী এই অবস্থা জরুরি অবস্থার শামিল। যদিও মুখ্যমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য দেখানো হয়েছে।’

আরও পড়ুন:আর যেতে হবে না ভিন রাজ্যে, বাংলায় হচ্ছে আরও দুটি ক্যানসার হাসপাতাল: মুখ্যমন্ত্রী

শুধু তাই নয়, চিঠিতে ধনকড় আরও লিখেছেন, “সংবাদমাধ্যমের সামনে আপনি অভিযোগ করেছেন রাজভবনে পাঠানো বিল ফেরত পাঠানো হয়নি। এই অভিযোগ অত্যন্ত দুঃখজনক। কারণ রাজ্যপাল কোন কাজ ফেলে রাখেননি।” উদাহরণস্বরূপ দুটি বিলের কথা উল্লেখ করেছেন রাজ্যপাল। যার একটি ‘ডানলপ ইন্ডিয়া’ এবং দ্বিতীয়টি ‘গণপিটুনি রোধক বিল’।

 

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...