Wednesday, November 12, 2025

সিকিম ও ভুটানে প্রবল বৃষ্টি, তিস্তা-জলঢাকায় হলুদ সর্তকতা জারি

Date:

Share post:

সিকিম ও ভূটানে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তার জেরে তিস্তা ও জলঢাকা নদীতে জলস্ফীতি। টানা বৃষ্টিতে ফুসছে তোর্সা নদীও। হলুদ সংকেত জারি হয়েছে নদীতে৷ মাথাভাঙ্গার সুটুঙ্গা ও মানসাই নদীতে জল বেড়ে বিপত্তি। নদীতে ব্যাপক স্রোত৷ নদী লাগোয়া বাসিন্দারা দুশ্চিন্তায় আছেন। গত রাত থেকে ভারী বৃষ্টিতে নদীর জল বেড়েছে রায়ডাক নদীতেও। প্রশাসন সতর্ক ভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন।

 

এদিকে, বুধবার সকালে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে । ১৪২৯.৪৪ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে তিস্তা নদীতে মারাত্মক রকমের জলস্ফীতি হয়েছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় ( দেমহনী থেকে বাংলাদেশ) জারি করা হয়েছে হলুদ সংকেত।

 

একইসাথে ভূটানে বৃষ্টি অব্যাহত থাকায় জলঢাকা নদীতেও জলস্ফীতি হয়েছে। সেখানেও হলুদ সংকেত রয়েছে বলে জানা গেছে সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সুত্রে ।

বুধবার দিনভর বৃষ্টিপাতের পরিমাণ :

 

১) জলপাইগুড়ি – ৩৭.৮০ মিলিমিটার

 

২) আলিপুরদুয়ার – ১১০.২০ মি মি

 

৩) কোচবিহার – ১১২.৬০ মি মি

 

৪) শিলিগুড়ি – ১০২.৪০ মি মি

 

৫) মাল – ২২০.৪২ মি মি

 

৬) হাসিমারা – ২০৫.০০ মি মি

 

৭) বানারহাট – ৩৪২.২৫ মি মি

 

৮) মাথাভাঙ্গা – ১৪৫.০০ মি মি

 

৯) তুফানগঞ্জ – ১০৮.৪০ মি মি

 

১০) ময়নাগুড়ি – ৬৯.০০ মি মি

 

 

 

সুত্র ফ্লাড কন্ট্রোল রুম

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...