সুখবর। বুধবার থেকে কাজ শুরু হল টেলিপাড়ায়। আপাতত পুরনো মউ চুক্তির ভিত্তিতে টেলিপাড়ায় কাজ চলবে বলে খবর। জুলাইয়ের শেষের দিকে নতুন মউ চুক্তি সাক্ষর হওয়ার কথা। সেই চুক্তি অনুযায়ী, পরবর্তী কালে ধারাবাহিকগুলিতে কাজ হবে।

মঙ্গলবার প্রযোজকদের সংগঠন অর্থাৎ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসর্স (ডব্লিউএটিপি), আর্টিস্ট ফোরাম এবং চ্যানেলের সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তীও। সেই মিটিংয়ে ধারাবাহিকে কাজ করা নিয়ে ফেডারেশনের সঙ্গে যে দীর্ঘকালীন সমস্যা চলছিল, তা পারস্পরিক আলোচনায় সমাধান হয়েছে বলে খবর। সেই মতো বুধবার থেকে কাজ শুরুও হয়েছে।

আরও পড়ুন- উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে গভীর ষড়যন্ত্রের প্রমাণ দিলেন দেবাংশু
