সিরিজ হার ভারতের, ইংল‍্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারল মিতালিরা

ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচেও হার ভারতীয় ( india) মহিলা দলের। এদিন ইংল‍্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারল মিতালি রাজরা( mithali raj)। এই হারের ফলে সিরিজ হাতছাড়া হল ভারতের। তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে ইংল‍্যান্ড বাহিনী। ৩ জুলাই তৃতীয় একদিনের ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালই করে ভারতের ওপেনার জুটি। ৪৪ রান করেন শেফালি বর্মা। ২২ রান করেন স্মৃতি মন্ধানা। ৫৯ রান করেন অধিনায়ক মিতালি রাজ। এরপরই যেন তাসের ঘরের মতন ভেঙে যায় ভারতের ব‍্যাটিং লাইন। নির্ধারিত ওভারে ২২১ রান করে ভারতীয় দল। ইংল‍্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন কেট ক্রস।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সোফিয়া ডাঙ্কলি। ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের হয়ে দুটি উইকেট নেন পুনম যাদব।

আরও পড়ুন:উইম্বলডনে সহজ জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ