Saturday, January 10, 2026

এবার অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের, হবে ৪ টি সরকারি হাসপাতালে

Date:

Share post:

আগামী ৩-৪ মাসের মধ্যে ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন সামান্য হলেও দেশে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। কমছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমিতের গ্রাফ নিম্নমুখী। তার মধ্যেই অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর।

সূত্রের খবর, চারটি হাসপাতাল কলকাতা মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের তত্ত্বাবধানে হবে পরীক্ষামূলক প্রয়োগ। তবে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে এর প্রয়োগ হচ্ছে। সরকার পরীক্ষামূলক প্রয়োগের ফল নথিভুক্ত করতে চাইছে। পরে করোনা চিকিৎসার প্রোটোকলে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের। এটি করোনা হওয়ার ঝুঁকি রয়েছে কিংবা মৃদু উপসর্গে এর প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসক ধৃতিমান মৈত্র জানিয়েছেন, “এটা রাজ্যে ট্রায়ালের ভিত্তিতেই শুরু হচ্ছে। Casirivimab ও Imdevimab মোনোক্লোনাল অ্যান্টিবডি। মোনোক্লোনাল অ্যান্টিবডি কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করা হয়েছে। যা নির্দিষ্টভাবে SARS-CoV-2 এর বিরুদ্ধে প্রয়োগ করা হয়। অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। যা শরীরে রোগ প্রতিরোধ করতে নিজে থেকে তৈরি করে। এখনও পর্যন্ত মানবদেহে প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। এই ককটেলের প্রতিটি ডোজের দাম পড়বে ৫৯ হাজার থেকে ৬০ হাজার টাকা। Roche এবং সিপলা এই কোম্পানি এটা তৈরি করেছে। এক একটি ভায়ালের থেকে দু’জন রোগীকে এটি দেওয়া যাবে। এটি মানবদেহে চামড়ার মধ্যে দিতে হবে অথবা ভেনের মধ্যে দিতে হবে।”

আরও পড়ুন-ভুয়ো-ভ্যাকসিন মামলায় CBI-কেও নোটিশ পাঠাতে আবেদনকারীকে নির্দেশ হাইকোর্টের

চিকিৎসক ধৃতিমান মৈত্র আরও জানিয়েছেন, “এটি রোগীর দেহে প্রয়োগ করতে হলে বাড়িতে রেখে প্রয়োগ করা যাবে না। কারণ, অনেকসময় এই অ্যান্টিবডি দেহে প্রয়োগ করলে অ্যালার্জি হয়। তার জন্য হাসপাতালে ভর্তি করে এর চিকিৎসা হয়। এরপর ট্রায়াল হলে আরও ভালোভাবে জানা যাবে। এই ককটেল কতটা কাজ করছে।”

উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল এই ককটেল।

 

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...