Monday, November 3, 2025

করোনার নয়া স্ট্রেইন ডেল্টার বেনজির তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ

Date:

Share post:

প্রাণঘাতী করোনাভাইরাসের বেনজির তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের রেকর্ড গড়ল। মারণ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সাক্ষী থাকল দেশ। গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ। আর এমন পরিসংখ্যান দেশের স্বাস্থ্য আধিকারিকদের রাতযের ঘুম কেড়েছে।

দেশজুড়ে গত মাসখানেক ধরে করোনার সুনামি আছড়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি গণপরিবহণও বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে বিন্দুমাত্র যে লাভ হচ্ছে না, তা গত কয়েকদিনের পরিসংখ্যানেই স্পষ্ট। কঠোর লকডাউনের মধ্যে দৈনিক আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে।
গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ।
শুধু দৈনিক মৃত্যুই নয়, দৈনিক আক্রান্তের সংখ্যাও নয়া রেকর্ড গড়েছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ হাজার ৯৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

spot_img

Related articles

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...