১০ জনের পদোন্নতি ও ৩৩ নতুন মুখ, রাষ্ট্রপতি ভবনে সন্ধেয় শপথ নেবেন সম্ভাব্য ৪৩ মন্ত্রী

মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় রদবদল হতে চলেছে আজ বুধবার। মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া মন্ত্রীরা সন্ধে ৬ টায় শপথ নিতে চলেছেন রাষ্ট্রপতি ভবনে। যেখানে নতুন মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন পুরনো মন্ত্রীরাও। নয়া মন্ত্রীদের যে তালিকা প্রকাশ এসেছে সেখানে দেখা গিয়েছে মোট ৪৩ জন মন্ত্রীরা শপথ নিতে চলেছেন। ৪৩ জনের মধ্যে পূর্বে মন্ত্রী ছিলেন ১০ জনের পদোন্নতি হতে চলেছে। পাশাপাশি আরো 33 জন নতুন মুখ আনা হয়েছে মন্ত্রিসভায়। যে তালিকায় রয়েছেন বাংলার ৪ সাংসদ শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও সুভাষ সরকার।

এক ঝলকে দেখে নেওয়া যাক মোদির মন্ত্রিসভার নয়া মন্ত্রীদের তালিকা…

১.নারায়ণ তাতু রানে
২.সর্বানন্দ সোনোয়াল
৩. ড: বীরেন্দ্র কুমার
৪. জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
৫. রামচন্দ্র প্রসাদ সিং
৬. অশ্বিনী বৈষ্ণব
৭. পশুপতি কুমার পরস
৮. কিরেন রিজিজু
৯. রাজ কুমার সিং
১০. হরদীপ সিং পুরি
১১. মনসুখ মন্দাভিয়া
১২. ভূপেন্দ্র যাদব
১৩. পার্সোত্তম রুপালা
১৪. জি কিশন রেড্ডি
১৫. অনুরাগ সিং ঠাকুর
১৬. পঙ্কজ চৌধুরী
১৭. অনুপ্রিয়া সিং প্যাটেল
১৮. ড: সত্য পাল সিং বাঘেল
১৯. রাজীব চন্দ্রশেখর
২০. সুশ্রী শোভা করনদলজে
২১. ভানু প্রতাপ সিং ভার্মা
২২. দর্শনা বিক্রম জর্দোশ
২৩. মীনাক্ষী লেখি
২৪. অন্নপূর্ণা দেবী
২৫. এ নারায়ণস্বামী
২৬. কৈশাল কিশোর
২৭. অজয় ভট্ট
২৮. বিএল ভার্মা
২৯. অজয় কুমার
৩০. চৌহান দেবসিং
৩১. ভগবানথ খুবা
৩২. কপিল মোরেশ্বর পাটিল
৩৩. প্রতিমা ভৌমিক
৩৪. সুভাষ সরকার
৩৫. ভাগবত কিশন করাদ
৩৬. রাজকুমার রঞ্জন সিং
৩৭. ভারতী প্রবীন পাওয়ার
৩৮. বিশ্বেশ্বর টুডু
৩৯. শান্তনু ঠাকুর
৪০. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই
৪১. জন বারলা
৪২.এল মুরুগান
৪৩. নিশীথ প্রামানিক

 

Previous article‘২০২৪ লস্ট কেস’, বিজেপিকে কটাক্ষ মমতার
Next articleগুজবের জেরে ফের উত্তপ্ত বরাকর