Tuesday, November 11, 2025

সালকিয়ায় তুলোর গুদামে আগুন, ভস্মীভূত গোডাউন

Date:

Share post:

সোমবার ভোরবেলায় হাওড়ার সালকিয়ায় (fire at salkia cotton factory) একটি তুলোর গুদামে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (fire brigade) ৭ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলে ও তুলোর গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার (Howrah divisional officer) ডিভিশন্যাল অফিসার তপন কুমার ঘোষ, রয়েছেন গোডাউনের মালিক সুনীল টিব্রেওয়ালও।

দমকল সূত্রে জানানো হয়েছে, হাওড়ার বাঁধাঘাট সংলগ্ন মড়াপোড়া ঘাট এলাকায় তুলোর গোডাউনে ভোর প্রায় চারটে নাগাদ আগুন লাগে। ভোরে গঙ্গাস্নান করতে যাওয়া স্থানীয় বাসিন্দারা ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁরাই দ্রুত দমকলে খবর দেন। গোডাউনের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তুলোর গুদামটি অত্যন্ত ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতে কিছুটা সমস্যা হচ্ছিল। আগুন নেভানোর কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। আর স্বল্পপরিসর জায়গা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন দ্রুত আগুন নেভানোর। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

দমকল সূত্রে জানা গিয়েছে কি কারনে এই আগুন তা নিশ্চিত ভাবে এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে বলে ডোমকল সূত্রে জানানো হয়েছে । সকালে গোডাউনে আগুন লাগার খবর পেয়েই পৌঁছেছেন মালিক। তিনিও কর্মীদের আশ্বস্ত করছেন।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...