Thursday, November 13, 2025

তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই প্রতিটি জেলায় নমুনা পরীক্ষার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন 

Date:

Share post:

কোভিডের তৃতীয় ঢেউ (corona third wave) ধাক্কা দেওয়ার আগেই তার অভিঘাত বুঝে নিতে চায় রাজ্য সরকার। করোনার দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে সংক্রমণের বাস্তব চিত্রটা শুরু থেকেই বুঝে নিতে চায় স্বাস্থ্য ভবন (State health department)। তাই কোভিডের গতিপ্রকৃতি বুঝে নিতে এ বার ‘সেন্টিনেল সার্ভিল্যান্স’ (sentinel surveillance) চালানোর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। এই নজরদারির মাধ্যমে কোন এলাকায় কত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে তা যেমন বোঝা যাবে, পাশাপাশি সময়ের সঙ্গে সংক্রমণ কোন পথে এগোচ্ছে তাও বোঝা যাবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। এই নজরদারির ফলাফলের উপর ভিত্তি করে সংক্রমনের মাত্রা স্থির করা যাবে। পাশাপাশি প্রয়োজনীয় টিকাকরণেও জোর দেওয়া যাবে। এ জন্য

রাজ্যের ২৮টি জেলায় প্রায় ১১ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। প্রতি জেলায় একটি করে সরকারি হাসপাতালকে এই নজরদারির জন্য বাছাই করা হয়েছে। হাসপাতালে ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টের রোগী ছাড়া উপসর্গহীন রোগীদের নমুনা নেওয়া হবে এই নজরদারি পরীক্ষার জন্য। রাজ্যের প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই নজরদারি চালানোর নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। প্রতি জেলায় ৪ জনের একটি দল গঠন করে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিটি ভাগের প্রতিটি নমুনার রিপোর্ট পাঠানো হবে স্বাস্থ্য দফতরের নোডাল অফিসারকে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...