Saturday, November 15, 2025

হাইকোর্টের প্রতি আস্থা হারিয়ে নন্দীগ্রাম-মামলা অন্যত্র সরাতে সুপ্রিম কোর্টে শুভেন্দু!

Date:

Share post:

মামলা শুরুর আগেই পরাজয়ের আশঙ্কায় থরহরি শুভেন্দু অধিকারী৷

শুনানি এখনও সেইভাবে শুরুই হয়নি৷ বুধবার সবেমাত্র সবপক্ষকে আইনি নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

তাহলে এখনই কেন হাইকোর্টে নন্দীগ্রাম- পুণর্গণনা মামলা থেকে সরে যেতে চাইছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ? শুনানি পুরোমাত্রায় শুরুর আগেই হেরে যাওয়ার আতঙ্কে এত সন্ত্রস্ত কেন শুভেন্দু ? ভয় এতখানি জাঁকিয়ে বসেছে যে কলকাতা হাইকোর্টের গুরুত্ব এবং মর্যাদা নিয়ে প্রশ্ন তুলতেও পিছপা হচ্ছেন না তিনি৷

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নন্দীগ্রাম-মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ আনুষ্ঠানিকভাবে এখনও এই মামলা রুজু না হলেও শীর্ষ আদালতের এক বিশিষ্ট আইনজীবী শুভেন্দুর তরফে হলফনামা প্রস্তুত করছেন বলে খবর৷

আইনজীবী মহলের প্রশ্ন, হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রের গণনায় কারচুপি-সহ গোটা নির্বাচন প্রক্রিয়ায় একাধিক আইনবিরুদ্ধ কাজ ও কারচুপির অভিযোগ এনেছেন৷ নিজের জয় নিয়ে শুভেন্দু অধিকারী যদি এতখানি আত্মবিশ্বাসী থাকেন, তিনি যদি কোনও অস্বচ্ছতার আশ্রয় নিয়ে না থাকেন, তাহলে মামলা সরাতে এত সক্রিয় হয়ে উঠলেন কেন ?

বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরাতে আইনি আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক৷ কিন্তু তা ছিলো বিচারপতির আইনজীবী-জীবনের কিছু ঘটনার প্রেক্ষিতে৷ তিনি বিজেপির আইনজীবী ছিলেন একসময়ে৷ মমতার মামলার বিচার করার সময়ে অবচেতন মনে যদি সেই সব ঘটনা প্রভাব ফেলে, সেই আশঙ্কাতেই এজলাস বদলের আর্জি জানিয়েছিলেন৷ হাইকোর্টের অমর্যাদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাননি, হাইকোর্টের উপর আস্থা হারিয়ে মামলা ভিন রাজ্যে সরানোর কথাও বলেননি৷

অথচ সেটাই করছেন শুভেন্দু অধিকারী ৷

সূত্রের খবর, নন্দীগ্রাম মামলা অন্য হাইকোর্টে সরানো হোক। এমনই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারব্যবস্থার প্রতি কেন এত তাড়াতাড়ি আস্থা হারালেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে রাজনৈতিক মহলে বড়সড় প্রশ্ন উঠেই গেলো৷

আরও পড়ুন- চমক! সংসদের মিটিং সেরে একই উড়ানে সওয়ার দুই সাংসদ, একজন যাত্রী অন্যজন পাইলট

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...