Sunday, January 11, 2026

পূর্বাভাস ছাড়াই প্রচুর পরিমাণ বৃষ্টি, জলমগ্ন মুম্বই

Date:

Share post:

শুক্রবার সকালে (heavy rain at Mumbai) সাড়ে ৪ ঘণ্টায় ২৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে গোটা মুম্বই জুড়ে।  মৌসম ভবনের সান্তাক্রুজ (Mausam bhawan Santacruz office) পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, চলতি মরশুমে একসঙ্গে এতটা পরিমান বৃষ্টি আগে হয়নি। অথচ আশ্চর্যের ব্যাপার এর কোন পূর্বাভাস(forecast) ছিল না। মৌসম ভবন (Mausam bhawan) বুঝতে পারেনি যে গোটা মুম্বই জুড়ে এই পরিমান বৃষ্টি হতে চলেছে। ফলে সাবধানতাও জারি করা যায়নি। আর এই বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে মুম্বই (flooded condition in Mumbai)। নাকাল বাসিন্দারা। নাস্তানাবুদ মুম্বইয়ের জনজীবন।

কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বিপুল পরিমান বৃষ্টি হতে পারে, তা আবহাওয়া দফতরের র‌্যাডারে ধরতে পারল না কেন? শুক্রবারের বৃষ্টি প্রসঙ্গে মুম্বইয়ের আবহাওয়া দফতরের প্রধান জয়ন্ত সরকার বলেন, ‘‘পূর্বাভাসের জন্য দুটি উপাদান গুরুত্বপূর্ণ। কতটা বৃষ্টি হচ্ছে ও কত বড় এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে। আমরা এলাকা আগে থেকেই জানিয়েছিলাম। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ জানাতে পারিনি। কারণ, ভোরে খুব তাড়াতাড়ি মেঘ (cloud burst rain) তৈরি হয়েছিল।’’ আবহাওয়াবিদরা বলছেন ”আমরা বুঝতে পারছি না কী ভাবে এই ঘটনা ঘটল। বৃহস্পতিবার থেকে র‌্যাডারে বোঝা যায়নি এত বৃষ্টি হতে পারে। আবহাওয়ার মডেলগুলিতে পূর্বাভাস ছিল না। বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনও নিম্নচাপ ছাড়াই এই বৃষ্টি হয়েছে। সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না।’’ অথচ উপগ্রহ চিত্র ও র‌্যাডার চিত্র থেকে পরিষ্কার, শুক্রবার ভোর ৫টা নাগাদ হঠাৎ মুম্বইয়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। খুব তাড়াতাড়ি আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত। আইআইটি বম্বের এক জলবায়ু বিশেষজ্ঞ বললেন, ‘‘জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে। গত সপ্তাহে এই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু সেটা চলতি সপ্তাহে কী ভাবে হল সেটাই বোঝা যাচ্ছে না।’’

এদিক, মুম্বইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন অংশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...