Saturday, August 23, 2025

জ্বালানির মূল্যবৃদ্ধি-মহিলা সংরক্ষণ বিল: সংসদের দুই কক্ষের ঝড় তুলতে চলেছে তৃণমূল

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে মহিলা সংরক্ষণ বিল-আটটি ইস্যু নিয়ে সংসদের দুই কক্ষ ঝড় তুলতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। তার আভাস মিলল রবিবারের সর্বদল বৈঠকেই। সোমবার থেকে সংসদের (Parliament) বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে রবিবার সর্বদল বৈঠকের ডাকেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla)৷ সকাল 11 টা নাগাদ বৈঠক শুরু হয়৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, সংসদে সবসময় গঠনমূলক বিতর্ক হওয়া উচিত ৷ সংসদীয় নিয়ম-রীতি মেনে যে কোনও বিষয় আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার ৷

তবে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, করোনার টিকা, কৃষি আইন, মহিলা সংরক্ষণ বিল, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো-সহ মোট ৮টি ইস্যুতে এবারের সংসদের দুই কক্ষে ঝড় তুলতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য লোকসভা ও রাজ্যসভায় নোটিশও (Notice) দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভূমিকার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব (Ramgopal Yadav)। তিনি বলেন,
“রাজভবন বিজেপি (Bjp) দফতর পরিণত হয়েছে।” অর্থাৎ শাসকদল তৃণমূল (Tmc) যে অভিযোগ এতদিন করে আসছিল, যে রাজ্যের সাংবিধানিক প্রধানের আচরণ বিজেপি নেতার মতো, এদিন সেই একই অভিযোগ শোনা গেল সপা নেতার গলায়।

বিজেডি ওড়িশায় বিধান পরিষদ গঠনের দাবি জানিয়েছে। ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গে বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ গিয়েছে।

এদিনের সর্বদলীয় বৈঠকে লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনের দাবি জানিয়েছে কংগ্রেস।

ঘণ্টাখানেকের বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানান, বৈঠক ইতিবাচক হয়েছে। সূত্রের খবর, আসন্ন বাদল অধিবেশনে 30টি বিল সংসদে পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ আর এদিকে বিরোধীরাও একের পর এক ঘুঁটি সাজাচ্ছে। এই পরিস্থিতিতে বিলগুলি সংসদে পাশ করিয়ে নেওয়াটাই মোদি সরকারের কাছে বড় চ্যালেঞ্জ৷

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...