শ্রীলঙ্কার( Srilankar) বিরুদ্ধে মাঠে নামে রেকর্ড গড়লেন শিখর ধাওয়ান( shikhar dhawan)। একদিনের ক্রিকেটে ৬০০০ রান করে ফেললেন গব্বর। এক্ষেত্রে টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে( sourav ganguly)।

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। এখানেই রেকর্ড গড়লেন ধাওয়ান। ৬০০০ রান করতে ধাওয়ানের বাকি ছিল মাত্র ২৩ রান। লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নেমেই তা পূরণ করে দেন তিনি। ১৪০ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন গব্বর। সেখানে ১৪৭টি একদিনের ম্যাচে খেলে ৬০০০ রান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে বর্তমানে ভারতের হয়ে দ্রুততম ছয় হাজার রান গড়ার রেকর্ড রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। মাত্র ১৩৬ ইনিংস খেলে এই নজির গড়েছেন বিরাট।

🚨 Milestone Alert 🚨
Congratulations to @SDhawan25 on completing 6⃣0⃣0⃣0⃣ ODI runs 👏 👏 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/rf0sHqdzSK pic.twitter.com/OaEFDeF2jB
— BCCI (@BCCI) July 18, 2021
এদিকে অভিষেক ম্যাচে মাঠে নেমে অর্ধশতরান করলেন ইশান কিষাণ। ৪২ বলে ৫৯ রান করেন তিনি।

5⃣0⃣ on T20I debut ✅
5⃣0⃣ on ODI debut ✅@ishankishan51 knows a thing or two about making a cracking start 💪 💪 #TeamIndia #SLvINDFollow the match 👉 https://t.co/rf0sHqdzSK pic.twitter.com/i4YThXGRga
— BCCI (@BCCI) July 18, 2021
আরও পড়ুন:চোটের কারণে প্রথম ম্যাচে নামতে পারলেন না সঞ্জু স্যামসন, ছিটকে যেতে পারেন সিরিজ থেকেও
