হাওড়া স্টেশন থেকে নগদ ২৫ লক্ষ টাকা-সহ গ্রেফতার এক ব্যক্তি। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে দাঁড়িয়েছিল ডাউন হিমগিরি এক্সপ্রেস। সেই এক্সপ্রেস ট্রেনেই এক যাত্রীর কাঁধে ছিল কালো ব্যাগপ্যাক। ট্রেন থেকে নেমেই দ্রুত সেই ব্যক্তি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই স্টেশনের কর্তব্যরত আরপিএফ জাওয়ানদের তাঁকে দেখে সন্দেহ হয়। এরপরই সেই ব্যক্তিকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে আদপে উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। নাম রাজেন্দ্র শর্মা। বারাণসীর একটি নামি সোনার দোকানে কাজ করে ধৃত রাজেন্দ্র।

আরও পড়ুন- বিজেপি কি জাসুসি নেহি চলেগি: লোকসভায় স্লোগানে বিরোধিতার দিক নির্ধারণ অভিষেকের
