বহু অপেক্ষার পর অবশেষে শুক্রবার থেকে শুরু হয়ে গেল টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। করোনা( corona) অতিমারির কারণে যারা প্রান হারিছেন, তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু হল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। নীরবতা পালন করাও হয় তাঁদের জন্য। গত বছর টোকিও অলিম্পিক্স হওয়ার কথা থাকলেও, করোনার কারণে পিছিয়ে যায় তা। কিন্তু চলতি বছর সবরকম বিধিনিষেধ মেনে শুরু হল এই মেগা টুর্নামেন্ট। যদিও অলিম্পিক ভিলেজে করোনা ঢুকে যাওয়ায় অলিম্পিক্স বাতিল হতে পারে বলে মাঝে আশঙ্কা তৈরি হয়েছিল আয়োজক প্রধানের কথায়। তবে শেষমেষ সবকিছু অতিক্রম করে শুরু হল খেলার উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা হাতে ছিলেন মেরিকম, মনপ্রীত সিংরা। করোনার কারণে দর্শকহীন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। তবে এতকিছুর মধ্যেও জাপানে চলছে অলিম্পিক্সের বিরুদ্ধে প্রতিবাদ। সাধারণ মানুষের দাবি এই প্রতিযোগিতা বন্ধ করার। তাঁদের আশঙ্কা এই প্রতিযোগিতা করোনা সংক্রমণ আরও বাড়িয়ে দেবে জাপানে।

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ভারতের পাঁচ ক্রিকেটারের
