Monday, November 10, 2025

দার্জিলিঙের পাহাড়-সমতলে করোনার প্রকোপ, ২দিনে আক্রান্ত শতাধিক 

Date:

Share post:

সারা রাজ্যে (West Bengal) এবং দেশেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রিত (coronavirus pandemic) হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে (North Bengal) করোনার প্রকোপ বাড়ছে। সংক্রমণ ছড়াচ্ছে। প্রধানত দার্জিলিং(Darjeeling district) জেলায়। শনিবার থেকে রবিবার দুপুরের মধ্যে দার্জিলিঙের পাহাড় ও সমতলে করোনা পজিটিভের (corona positive) সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দার্জিলিঙের জ্ঞানমিত লেপচা (৫৯) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দার্জিলিং জেলার অন্তত ৫০ জন চিকিৎসাধীন। পাহাড়ের হাসপাতালেও ২০ জন করোনা রোগী-রোগিণী রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের দাবি।

এই অবস্থায় কোভিড বিধি মেনে চলার জন্য স্বাস্থ্য দফতর ও জেলা পুলিশ-প্রশাসন বারবার আর্জি জানাচ্ছে। নানা নিষেধাজ্ঞার পরেও মাস্ক থুতনিতে ঝুলিয়ে কিছু নাগরিকদের হাটে-বাজারে দেখা যাচ্ছে। উপরন্তু, রাতে ৯টার পরেও পানশালা, রেস্তোঁরা চুপিসাড়ে খোলা রাখার অভিযোগ রয়েছে। দার্জিলিং পাহাড় ও শিলিগুড়ির সমতল এলাকার বেশ কয়েকটি এলাকায় রাত ১১টা অবধি ভাতের হোটেল, মোমোর দোকান, চপ-তেলেভাজার দোকান চলছে বলে অভিযোগ।

বাসিন্দাদের অভিযোগ, শহরের অলিগলিতে পুলিশ টহল বাড়ালে রাতে নানা স্টল ও খাবারের দোকান ৯টার মধ্যে বন্ধ হতে পারে। তা হলে করোনার সংক্রণ নিয়ন্ত্রণে আসতে পারে।

তবে দার্জিলিঙে করোনা প্রকোপ কিছুটা বাড়লেও মালদহে খুবই কম। মালদহে গত দুদিনে ৪ জনেরও বেশি করোনা পজিটিভ রোগী মেলেনি। তবে উত্তরবঙ্গবাসীদের পক্ষ থেকে পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হচ্ছে রোজই।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...