Thursday, November 13, 2025

বাবুলের মানভঞ্জনে আসরে এবার নাড্ডা-শাহ, ফোন প্রাক্তন মন্ত্রীকে

Date:

Share post:

বাবুলের ‘আলবিদা’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনীতির জলঘোলা হতে শুরু করেছে ইতিমধ্যেই। গোটা ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে তৃণমূল(TMC)। এসব কিছুর মাঝেই এবার ইস্তফা দিতে উদ্যত হওয়া আসানসোলের(Asansol) সাংসদকে থামাতে ময়দানে নামল কেন্দ্রীয় বিজেপি(BJP) নেতৃত্ব। শনিবার রাতেই বাবুলকে ফোন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP nadda)। এমনকি বাবুলকে(Babul Supriyo) থামাতে আসরে নেমেছেন খোদ অমিত শাহও। বিজেপি সূত্রে জানা যাচ্ছে এমনটাই।

বিজেপি সূত্রের খবর, ফেসবুকে বাবুলের ইস্তফার বিষয়টি প্রকাশ্যে আসার পর শনিবার রাতেই বাবুল সুপ্রিয়কে ফোনে ধরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দীর্ঘক্ষন ফোনে কথা হয় দুজনের। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি বাবুলকে বারবার অনুরোধ করেছেন ইস্তফা না দেওয়ার জন্য। এবং এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। খোদ অমিত শাহ নিজেও বাবুলকে ফোন করে ইস্তফার না দেওয়ার অনুরোধ জানাবেন বলে জানা যাচ্ছে। শীর্ষ নেতাদের অনুরোধে বাবুল ফের বিজেপিতে সক্রিয় হবেন নাকি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:“নাটক ধরা পড়ায় ওর কষ্ট!” বাবুলের আক্রমণের পাল্টা জবাব কুণালের

এদিকে রবিবার বাবুল প্রসঙ্গে মন্তব্য করেছেন বিজেপির নেতা তথাগত রায়। এক টুইটে তিনি লেখেন, “বাবুল সুপ্রিয়র বিদায়ে ব্যথিত। আমাদের মধ্যে একটা প্রজন্মের তফাৎ হলেও আমি ওকে বন্ধু হিসাবেই দেখতাম।আমি ওকে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হই নি।
রাজনীতিতে থাকতে হলে ধৈর্য একটি অত্যাবশ্যক উপাদান। আশা করি বাবুল যা করেছে ভেবেচিন্তেই করেছে।” অন্যদিকে বাবুলের ইস্তফা প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, “বাবুলের অহংকার চরমে উঠেছিল। টলিগঞ্জে হারটা ওর জন্য দরকার ছিল। হেরে গিয়ে মন্ত্রিত্ব খুইয়ে এখন হতাশায় ভুগছেন নেই তাই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন।” পাশাপাশি তিনি আরো বলেন, “৭ বছর মন্ত্রী থেকেছেন উনি। দু’বারেরর সাংসদ। অথচ ওনার কাছে যা প্রত্যাশা ছিল তা মানুষ পায়নি। বিজেপিও পাইনি। ওনার বয়স কম দলকে এখনো অনেক কিছু দেওয়ার আছে। তার আগেই উনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আমাকে শুধু বলবো, রাজনীতিকে হার-জিত থাকেই সেটা মেনে নিতে হয়।”

 

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...