Tuesday, May 6, 2025

বাংলার প্রতি টিকা বঞ্চনার মাঝেই মোদির “ফ্রি” ভ্যাকসিন বিজ্ঞাপনে খরচ ২১০ কোটি!

Date:

Share post:

”দাওয়াই ভি কড়াই ভি’’, ‘’সব কো ভ্যাকসিন, মুফত ভ্যাকসিন’’, ‘’ওয়ার্ল্ড’স লার্জেস্ট ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেন’’…, ইত্যাদি ইত্যাদি ক্যাপশন দিয়ে দেশজুড়ে বিজ্ঞাপনের সম্ভার। অথচ দেশজুড়ে ভ্যাকসিনের (Vaccine) জোগান পর্যাপ্ত নয়। আর বাংলাকে সরবরাহের ক্ষেত্রে তো আরও উদাসীনতা। বঞ্চনা। এবার যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো চমকে দেবে দেশবাসীকে। দেশজুড়ে ‘‘ফ্রি ভ্যাকসিন’’ (Free Vaccine) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রচারে সরকারি কোষাগার থেকে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে, তার অঙ্ক আপনার চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রীর (Prime Minister) ছবি দিয়ে এহেন সরকারি বিজ্ঞাপনী (Advertisement) প্রচারে এখনও পর্যন্ত কেন্দ্রের খরচ হয়েছে প্রায় ২১০ কোটি টাকা।
২০২১ সালে টিকাকরণ শুরু করার পর থেকে জুন মাস পর্যন্ত মোদির ছবি লাগিয়ে প্রচারে এই খরচ হয়েছে। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, খবরের কাগজ, বৈদ্যুতিন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিওর মাধ্যমে প্রচারে এ পর্যন্ত ২০৯ কোটি ৩ লক্ষ টাকা খরচ হয়েছে।
গত ২১ জুন থেকে করোনা টিকাকরণের ‘সম্পূর্ণ দায়িত্ব’ মোদি সরকার কাঁধে তুলে নিয়েছে। ঘোষণার সময় রাজ্য সরকারগুলিকে কটাক্ষ করতে ছাড়েননি মোদি! অর্থাৎ, কেন্দ্র বা প্রধানমন্ত্রীর কথা মতো ওই দিনের পর কোথাও করোনা ভ্যাকসিনের ঘাটতি থাকবে না। অথচ, এখনও পশ্চিমবঙ্গের মতো অ-বিজেপি রাজ্যে কখনও কখনও ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নেই বলে বিজ্ঞপ্তি জারি করতে হয়। পশ্চিমবঙ্গে ১০ কোটিরও বেশি মানুষের বাস। অথচ গত ২ আগস্ট পর্যন্ত এখানে মাত্র ৩ কোটি ৬৫ হাজার ৮৪৫ জনের টিকাকরণ হয়েছে। ফলে জনসংখ্যার প্রায় ৭০% এখনও টিকা থেকে বঞ্চিত। অথচ সবাইকে দ্রুত টিকা দেওয়ার অঙ্গীকার নিয়ে কোটি কোটি টাকার প্রচার চালিয়ে যাচ্ছে মোদি সরকার। যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।


spot_img

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...