Wednesday, December 24, 2025

বাংলার প্রতি টিকা বঞ্চনার মাঝেই মোদির “ফ্রি” ভ্যাকসিন বিজ্ঞাপনে খরচ ২১০ কোটি!

Date:

Share post:

”দাওয়াই ভি কড়াই ভি’’, ‘’সব কো ভ্যাকসিন, মুফত ভ্যাকসিন’’, ‘’ওয়ার্ল্ড’স লার্জেস্ট ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেন’’…, ইত্যাদি ইত্যাদি ক্যাপশন দিয়ে দেশজুড়ে বিজ্ঞাপনের সম্ভার। অথচ দেশজুড়ে ভ্যাকসিনের (Vaccine) জোগান পর্যাপ্ত নয়। আর বাংলাকে সরবরাহের ক্ষেত্রে তো আরও উদাসীনতা। বঞ্চনা। এবার যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো চমকে দেবে দেশবাসীকে। দেশজুড়ে ‘‘ফ্রি ভ্যাকসিন’’ (Free Vaccine) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রচারে সরকারি কোষাগার থেকে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে, তার অঙ্ক আপনার চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রীর (Prime Minister) ছবি দিয়ে এহেন সরকারি বিজ্ঞাপনী (Advertisement) প্রচারে এখনও পর্যন্ত কেন্দ্রের খরচ হয়েছে প্রায় ২১০ কোটি টাকা।
২০২১ সালে টিকাকরণ শুরু করার পর থেকে জুন মাস পর্যন্ত মোদির ছবি লাগিয়ে প্রচারে এই খরচ হয়েছে। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, খবরের কাগজ, বৈদ্যুতিন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিওর মাধ্যমে প্রচারে এ পর্যন্ত ২০৯ কোটি ৩ লক্ষ টাকা খরচ হয়েছে।
গত ২১ জুন থেকে করোনা টিকাকরণের ‘সম্পূর্ণ দায়িত্ব’ মোদি সরকার কাঁধে তুলে নিয়েছে। ঘোষণার সময় রাজ্য সরকারগুলিকে কটাক্ষ করতে ছাড়েননি মোদি! অর্থাৎ, কেন্দ্র বা প্রধানমন্ত্রীর কথা মতো ওই দিনের পর কোথাও করোনা ভ্যাকসিনের ঘাটতি থাকবে না। অথচ, এখনও পশ্চিমবঙ্গের মতো অ-বিজেপি রাজ্যে কখনও কখনও ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নেই বলে বিজ্ঞপ্তি জারি করতে হয়। পশ্চিমবঙ্গে ১০ কোটিরও বেশি মানুষের বাস। অথচ গত ২ আগস্ট পর্যন্ত এখানে মাত্র ৩ কোটি ৬৫ হাজার ৮৪৫ জনের টিকাকরণ হয়েছে। ফলে জনসংখ্যার প্রায় ৭০% এখনও টিকা থেকে বঞ্চিত। অথচ সবাইকে দ্রুত টিকা দেওয়ার অঙ্গীকার নিয়ে কোটি কোটি টাকার প্রচার চালিয়ে যাচ্ছে মোদি সরকার। যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।


spot_img

Related articles

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। 'দুয়ারে বেনারসি' নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী...

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা, মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সিটি গ্রুপ!

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা! আইএসএলের অনিশ্চয়তার কারণে মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে প্রধান ইনভেস্টর...

সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আপাতত স্বস্তি GTA-র ৩১৩ শিক্ষকের

আপাতত স্বস্তি GTA-র ৩১৩ জন শিক্ষকের। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর...

সংবিধানকে আঘাতেও বধির প্রধানমন্ত্রী! খ্রীষ্টানদের উপর হামলায় ক্ষোভ সংগঠনের, তোপ ডেরেকের

শান্তিপূর্ণ ক্যারল গায়কদের উপর হামলা। নির্দিষ্টভাবে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে একাধিক রাজ্যে হামলার ঘটনা ঘটছে এবার তার...