ভারত-ইংল্যান্ড ( india-england)দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ২৭ রানে এগিয়ে ইংল্যান্ড( England)। ভারতের( india) প্রথম ইনিংসে ৩৬৪ রানের জবাবে ৩৯১ রানে থামল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতের হয়ে চার উইকেট মহম্মদ সিরাজের।

ভারতের ৩৬৪ রানের জবাবে দুরন্ত ইনিংস অধিনায়ক জো রুটের। ১৮০ রানে অপরাজিত তিনি। ৫৭ রান করেন জনি ব্রিস্টো। ২৩ রান করেন জস বার্টলার। ২৭ রান করেন মইন আলি। ভারতের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ৩টি উইকেট নেন ইশান্ত শর্মা। ২টি উইকেট নেন মহম্মদ শামি।

আরও পড়ুন:পরিবর্তিত চুক্তিপত্র না আসায় অথৈ জলে পড়ে রইল ইস্টবেঙ্গল
