Monday, January 12, 2026

কাবুল থেকে ১২৯ যাত্রী নিয়ে নিরাপদে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া বিমান

Date:

Share post:

আশরাফ গনি সরকারের পতনের পর থেকে আফগানিস্তান পুরোপুরি তালিবানদের দখলে। ফলে পূর্বতন চুক্তি যে তারা মানবে না তা নিশ্চিত। তাই সে দেশ থেকে ভারতীয়দের নিরাপদে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দিল্লি। যদিও অন্য একাধিক রাষ্ট্রে দূতাবাস কর্মীদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেও ভারত এখনই সেই পদক্ষেপ করছে না। তবে দূতাবাস কর্মীদের সুরক্ষা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে ব্যাপারে কড়া নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রক । এর আগে লকডাউনের সময় আফগানিস্তানের সঙ্গে ভারতের ‘এয়ার বাবল’ চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী করোনাকালেও দু’দেশের মধ্যে অসামরিক বিমান চলাচল জারি ছিল। আফগানিস্তানের ‘কাম এয়ার’ এবং ভারতের ‘এয়ার ইন্ডিয়া’ দিল্লি-কাবুল রুটে যথারীতি বিমান চলাচল করেছে । কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন । তাই ভারত আর কোনোভাবেই সে দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আপস করতে চায়না । সে কারণে দ্রুত সে দেশ থেকে বাসিন্দাদের এ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যেই কাবুল থেকে ১২৯ জন যাত্রী নিয়ে রবিবার রাতে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার (AI-244) বিমান ৷ আপাতত এটি কাবুল থেকে দিল্লি আসা শেষ বিমান বলে ধরে নেওয়া হচ্ছে। এর আগে দিল্লি-কাবুলের মধ্যে সপ্তাহে তিনবার এই বিমান চলাচল করতো ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে তালিবান নেতারা কাবুলে সমস্ত রকম অসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে কোনও বিদেশি উড়ান সেদেশে নামতে বা সে দেশ থেকে উঠতে পারবে না। রবিবার আফগানিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬.০৬ মিনিটে কাবুল বিমানবন্দর থেকে রওনা হয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি এসে পৌঁছয় রাত ৮টা নাগাদ ৷

পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার। তবে এখনই কাবুলে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী বা নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি ভারত ৷

advt 19

 

spot_img

Related articles

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...