Thursday, August 21, 2025

পাঞ্জশিরে তালিবান বাহিনীকে আটকালো নর্দার্ন অ্যালায়েন্স, বন্দি গভর্নর সালিমা মাজারি

Date:

Share post:

পাঞ্জশিরে তালিবান বাহিনীকে আটকে দিল নর্দার্ন অ্যালায়েন্স। উত্তর-পূর্ব আফগানিস্তানে তালিবান-নর্দার্ন অ্যালায়েন্সের সংঘর্ষ তুঙ্গে। পাঞ্জশির তালিবান বিরোধী উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহর এলাকা। কার্যনির্বাহী প্রেসিডেন্ট ঘোষণার পর লড়াইয়ের হুঙ্কার সালেহর। তালিবান বিরোধীদের সঙ্গে দফায় দফায় বৈঠক আমরুল্লাহ সালেহর।

আরও পড়ুন-সিবিআই “খাঁচাবন্দি তোতা”: মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের! ভালো ব্যাখ্যা দিতে পারবেন শুভেন্দু, কটাক্ষ কুণালের

পাশাপাশি কাবুলের গুরুদ্বারে আটকে আড়াইশোরও বেশি শিখ পরিবার। প্রাণ বাঁচাতে জালালাবাদ থেকে কাবুলের পরওয়ান গুরুদ্বারে আশ্রয়। ৩ দিন ধরে গুরুদ্বারেই রয়েছেন তাঁরা। তালিবানি তাণ্ডব থেকে বাঁচতে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন আশরাফ ঘানি। ছেড়েছেন দেশও। দেশে ছেড়েছেন উচ্চপদস্থ আরও বহু কর্তা, রাজনীতিকরা কাবুল ছেড়ে অন্য দেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন। তবে এরমধ্যে তালিবানের বিরুদ্ধে রুখে গর্জে উঠেছিলেন আফগানিস্তানের বল্খ প্রদেশের গভর্নর সালিমা মাজিরা। সূত্রের খবর, সেই সালিমাকে আটক করল তালিবান জঙ্গিরা।

এদিকে আফগানিস্তানের সরকারি বিভাগের আধিকারিকদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছিল মঙ্গলবার। একটি বিবৃতি জারি করে তালিবানের তরফ থেকে বলা হয়, সরকারি কর্মচারীদের ক্ষমা করা হয়েছে এবং তাঁরা নিজেদের কাজে ফিরতে পারবেন। প্রসঙ্গত, রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের আগে থেকেই সব সরকারি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-প্রাণ হাতে কাবুল থেকে ফেরা: তালিবানদের কী বুঝিয়েছিলেন? জানালেন সাংবাদিক নয়নিমা

পাশাপাশি, আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করলেন তালিবান কম্যান্ডার প্রধান আনাস হাক্কানি। বুধবার দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তালিবান কাবুলের দখল নেওয়ার পরে সেখানে সরকার গঠন করতে চাইছে। সেই বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।
তালিবানের তরফে জানানো হয়েছে, কারজাইয়ের সঙ্গে এই বৈঠকে ছিলেন আশরফ গনি সরকারের শান্তি দূত আবদুল্লাহ্‌ আবদুল্লাহ্‌। আর কেউ বৈঠকে ছিলেন কি না তা জানানো হয়নি। আলোচনার মাধ্যমে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সেই বিষয়েও কিছু জানায়নি তালিবান। তালিবানের যুদ্ধের দিকটি দেখে এই হাক্কানি নেটওয়ার্ক। আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠার পিছনেও মূল শক্তি তারা। এই পরিস্থিতিতে তাদের প্রধানের সঙ্গে কারজাইয়ের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

advt 19

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...