Monday, August 25, 2025

দায়িত্ব পেয়েই মালদহে যুব তৃণমূলকে মজবুত করতে আসরে চন্দনা

Date:

Share post:

নতুন দায়িত্ব পেয়েই যুব তৃণমূলকে আরও মজবুত করতে উদ্যোগী হলেন মালদহের জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, বিধায়ক চন্দনা সরকার (Chandana Sarkar)। পঞ্চায়েত ও ব্লক স্তরের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যে জেলার বেশ কয়েকটি ব্লকের বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা পর্ব সেরে ফেলেছেন তিনি। সংগঠনকে চাঙ্গা করতে রাজ্য যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষের (Saayoni Ghosh) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে কলকাতা যাচ্ছেন চন্দনা সরকার। জেলার নিষ্ক্রিয় নেতাদের কোনওভাবেই সংগঠনে ঠাঁই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি মাস খানেকের মধ্যে জেলায় নতুন যুব তৃণমূল কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এই প্রথম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কোনও মহিলাকে। শুধু তাই নয়, এর আগে মালদহ যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিরা সকলেই ছিলেন জেলা সদর ইংরেজবাজারের বাসিন্দা। এই প্রথম মালদহ শহর থেকে অন্তত ৩০ কিলোমিটার দূরের বৈষ্ণবনগরের বাসিন্দা এক মহিলা নেত্রীকে এই গুরুত্বপূর্ণ সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০১৬ সালে বিজেপির জেতা বিধানসভা কেন্দ্র বৈষ্ণবনগরেও এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে চন্দনা সরকারকে। এবারেও সাফল্য ধরে রেখে বিজেপিকে হারিয়ে বৈষ্ণবনগর থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এবার তাঁকে দেওয়া হল জেলা যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বও।

আরও পড়ুন- দেশ চালাতে ১২ সদস্যের পরিষদ গড়ছে তালিবান

নতুন যুব জেলা যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী বলেন, কলকাতায় যাচ্ছি দলের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে জেলায় সংগঠন নিয়ে বৈঠক করতে। ফিরে এসেই প্রতিটি পঞ্চায়েত এবং ব্লকে গিয়ে তৃণমূল স্তরের যুব কর্মীদের সঙ্গে কথা বলব। তাঁদের কথাও যেমন শুনব তেমন সংগঠন করতে গিয়ে সক্রিয় ভূমিকা পালনের কথাও তাঁদের জানাব।

চন্দনা সরকার আরও বলেন, পঞ্চায়েত ও ব্লক স্তরের সফর শেষ করার পরেই সকলের সঙ্গে কথা বলে জেলা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত কমিটি গঠনের কাজ শুরু করা হবে। তাতে একটু সময় লাগবে। মাস খানেকের আগে নতুন জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করা হয়ত সম্ভব হবে না। তবে যত দ্রুত সম্ভব কমিটি গঠন করে সংগঠনকে নিয়ে রাজ্য সরকারের জনমুখী কর্মসূচির পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামব। advt 19

 

spot_img

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...