Wednesday, May 14, 2025

তৃণমূলের মিশন ত্রিপুরা

Date:

Share post:

এবার ব্রাত্য বসু এবং সুস্মিতা দেবকে সামনে রেখে শুরু হল তৃণমূলের মিশন ত্রিপুরা। দু’জনেই বুধবার ত্রিপুরা পৌঁছেছেন। এদিন দুপুরে ত্রিপুরায় নেমেই ব্রাত্য বসু বলেন, ‘‘ত্রিপুরায় খেলা সবে শুরু হয়েছে। এখনও অনেক খেলা বাকি। রাজনৈতিকভাবে ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে। বিজেপিতে অনেক ভাল ভাল নেতা আছেন৷ তাঁরা মনোকষ্টে রয়েছেন। ত্রিপুরার মানুষ চাইছেন বাংলার সব জনমুখী প্রকল্পগুলি এখানেও চালু হোক। তাই তাঁরাও চান ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন্ডসেটার। তিনি জানেন মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়।’’

এদিন শিলচর থেকে ট্রেনে বিকেলে আগরতলা পৌঁছন সুস্মিতা দেব। ত্রিপুরায় পা রেখেই বিজেপিকে একহাত নেন সুস্মিতা। তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি যাচ্ছে তৃণমূল কংগ্রেস আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়েই এখানে আমরা সরকার গড়ব। এদিন সন্ধ্যায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের স্ত্রী মিলনপ্রভা মজুমদারের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সুস্মিতা দেব, সাংসদ প্রতিমা মণ্ডল, সুজাতা মণ্ডল, সুবল ভৌমিক, আশিসলাল সিং–সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কর্মী মুজিবর ইসলাম মজুমদার বিজেপির বর্বরোচিত আক্রান্তের শিকার হয়েছিলেন৷ এদিন মুজিবরের বাড়িতেও যান তৃণমূল নেতৃবৃন্দ। ভয় নেই, দল পাশে আছে বলে মুজিবরকে আশ্বাস দেন তাঁরা৷ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বাড়তেই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছেই। বুধবারও সেই ধারা অব্যাহত রেখে প্রায় ১১৪ জন যোগ দেন তৃণমূলে। এদিন আগরতলা–সহ ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে নেতা–কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের হাত ধরে তাঁর বাসভবনের অস্থায়ী দলীয় কার্যালয়ে এই যোগদান হয়েছে। একমাসেরও বেশি সময় ধরে প্রায় প্রত্যেকদিনই এই যোগদান পর্ব চলছে।

আরও পড়ুন- “ভোট পরবর্তী হিংসা” মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য

আজ সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সুস্মিতা দেব তাঁর কর্মসূচি শুরু করবেন৷ দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে৷ চাকরিহারা শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন তিনি৷ পরে সাংবাদিক সম্মেলন রয়েছে৷ একাধিক কর্মসূচিতে থাকবেন ব্রাত্য বসুও।

আরও পড়ুন- এখনও পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহ করেছে হাসিনা সরকার

advt 19

 

spot_img

Related articles

সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ সম্বোধন, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

বিজেপির(BJP) মেকি দেশভক্তির মুখোশ খসে পড়ল ফের একবার। গোটা দেশ যখন কর্নেল সোফিয়া কুরেশির(Sophia Qureshi) বীরত্বে গর্বিত, তখন...

বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেম বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)। তাদের সিদ্ধান্ত নিয়ে...

হরিয়ানায় বসেই সেনার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার যুবক

দেশের সবথেকে পুরোনো এয়ারফোর্স স্টেশন হরিয়ানার আম্বালায় (Ambala)। পাকিস্তান সীমানা থেকে ২২০ কিমি দূরে হওয়ায় সরাসরি এই স্টেশনের...

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া...