Saturday, August 23, 2025

সংবাদমাধ্যমের একাংশের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সংবাদমাধ্যমের একাংশের সংবাদ পরিবেশনের ব্যাপারে বৃহস্পতিবার সরব হল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, বর্তমানে কিছু সংবাদমাধ্যম যেভাবে সংবাদ পরিবেশন করছে তাতে সাম্প্রদায়িকতার রং লাগছে। এটা কখনোই ঠিক নয়।

২০২০-র মার্চে দেশে করোনার প্রকোপ ব্যাপক হারে বাড়তে থাকে। করোনার বাড়বাড়ন্তের জন্য তাবলিগি জামাতের এক জমায়েতকে দায়ী করেছিল সংবাদমাধ্যমের একাংশ। সংবাদমাধ্যমে এ ধরনের খবর পরিবেশনের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মুখ খুলল দেশের সর্বোচ্চ আদালত।

দেশের প্রধান বিচারপতি এনভি রামান্না বলেন, আসলে আমাদের সমস্যাটা হল, সংবাদমাধ্যমের একাংশ দেশের সব কিছুকেই সাম্প্রদায়িকতার দৃষ্টিতে দেখতে চায়। কিন্তু তারা বোঝে না যে, এর ফলে দেশের সুনামে কালি ছিটছে। এ দিনের শুনানি চলাকালীন বিভিন্ন ওয়েব পোর্টালের ও সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ওয়েব পোর্টালগুলি কেবল ক্ষমতাশালী বা প্রভাবশালীদের কথা শুনে চলে। তাদের কথামতোই খবর পরিবেশন করে। ওয়েব পোর্টালগুলি কোনও রকম দায়িত্ব না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকী, বিচারপতিদের বিরুদ্ধেও যা খুশি লেখে। ওদের উদ্বেগ একমাত্র প্রভাবশালীদের নিয়ে। দেশের সাধারণ মানুষকে নিয়ে ওদের কোনও মাথাব্যথা নেই। আমাদের অভিজ্ঞতা তাই বলে।

উল্লেখ্য, ২০২০-র মার্চের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি পর্যন্ত দিল্লির মার্কাজ মসজিদে ধর্মীয় সমাবেশ করেছিল তাবলিগি জামাত সংগঠন। ওই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের তো বটেই এমনকী, বিভিন্ন দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষ যোগ দিয়েছিলেন। ওই সমাবেশের কয়েক সপ্তাহ মধ্যেই দেশের করোনা পরিস্থিতি লাগামছাড়া হয়েছিল। ঘটনার জেরে অভিযোগ ওঠে, তাবলিগি জামাতের ওই সমাবেশের ফলেই দেশে করোনার বাড়বাড়ন্ত।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের ভর্তিতে টালবাহানা নয়: হুগলিতে সরকারি-বেসরকারি হাসপাতালকে নির্দেশ

এ ধরনের খবরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি মামলা। ওই আবেদনে বলা হয়, কোভিড সংক্রমণের ব্যাপারে সংবাদমাধ্যমের একাংশ সাম্প্রদায়িক রং ছড়াচ্ছে। দেশের প্রধান বিচারপতির বক্তব্যে কার্যত সেই দাবিই মান্যতা পেল। অনেকেই মনে করছেন, বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকারের মদতেই সংবাদমাধ্যমের একাংশ এভাবে সংখ্যালঘু সংগঠনের বিরুদ্ধে সরব হয়েছিল। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই, তাবলিগের সমাবেশের দিকে আঙুল তুলে ছিল।

advt 19

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...