রবিবার থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ( Durand Cup)। প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। জয় দিয়েই ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চান সাদা-কালো কোচ চেরনিশভ।

কলকাতা লিগে দুরন্ত ফর্মে টিম মহামেডান। কলকাতার লিগের ধারাবাহিকতা ডুরান্ডে চাইছেন মহামেডানের রাশিয়ান কোচ। তবে কলকাতা লিগের মতই যে ডুরান্ডেও চাপ রয়েছে, মানছেন চেরনিশভ। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বলেন,”প্রতিটি ম্যাচ ও প্রতিটি টুর্নামেন্টে চাপ থাকে। সমর্থক ও ক্লাবের ম্যানেজমেন্ট আমাদের থেকে জয় আশা করে। আমরা এই নিয়ে খেলোয়াড়দের সাথে অনেক কথা বলি এবং ওরা তৈরি এই চাপ নেওয়ার জন্য।”

তবে ডুরান্ডের জন্য যে দল তৈরি তা বুঝিয়ে দেন সাদা-কালো কোচ। তিনি বলেন,” অনুশীলন ভালো হয়েছে। আমর ভালো কম্বিনেশন ফুটবল দেখতে চাই। আমি খুশি যে পরিস্থিতিতে দল আছে। ”

আরও পড়ুন:ইউএস ওপেন থেকে বিদায় নিয়ে সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন ওসাকা
