ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণায় উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর

30 সেপ্টেম্বর ভবানীপুরে (Bhabanipur) উপনির্বাচন (By-election)। শনিবার, দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। আর এরপরেই উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কারণ, সূত্রের খবর, ওই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তিনি।

আরও পড়ুন:শনিবার থেকে শুরু হলো বিশ্বভারতীর ফলপ্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া , ছাত্র বিক্ষোভও চলছে

13 তারিখ ওই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 16 সেপ্টেম্বর। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে। রবিবার, থেকে পাঁচদিনের সফরে উত্তরবঙ্গ সফরের কথা ছিল। ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের জেলাগুলির সঙ্গে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করার সূচি করা ছিল। একইসঙ্গে সবুজ সাথীর দ্বিতীয় প্রকল্প, গজলডোবা-সহ একাধিক পর্যটন প্রকল্পেরও উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় সেটা সম্ভব নয়। সে কারণে এই সফর বাতিল করা হয়েছে।

advt 19

 

Previous articleদেশে প্রথম পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পুটনিক লাইট সিঙ্গেল ডোজের ট্রায়াল
Next articleজয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে মরিয়া সাদা-কালো কোচ চেরনিশভ