সদ্য পুত্রসন্তানের মা হয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। সিঙ্গল মাদার পরিচয়টাই তিনি দিতে পছন্দ করেন। তবে তাঁর সন্তানের ‘ড্যাডি’-র কথা তিনি তাঁর ইনস্টা পোস্টের আগেই উল্লেখ করেছেন। মা হওয়ার পর, বুধবার সন্ধেয় প্রথম এই অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি জানালেন সন্তানের বাবার কথা। বললেন, “বাবা কে সেটা বাবাই জানে”।

নুসরত জাহানের সন্তানের পিতৃপরিচয় নিয়ে গত কক়েক মাস ধরেই চর্চা চলছে। ইশানের (Yshan) জন্মের পরেও তা নিয়ে চর্চা চলছে। এই প্রথম নিজের সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। একই সঙ্গে জানালেন, “ইশান ও আমি দুর্দান্ত সময় কাটাচ্ছি। যশের সঙ্গে অভিভাবকত্ব দারুণ কাটাচ্ছি”।

সদ্য সন্তানের মা হওয়ার এখন ফিটনেস নিয়ে ভাবছেন তিনি, ভাবছেন না ডায়েট নিয়ে। তবে, জানালেন, যাঁরা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের কাছে বেশ কয়েকদিন যাওয়া হয়নি। কিছুদিনের মধ্যেই তিনি সেই কাজের ফিরবেন। ফিরবেন শুটিং ফ্লোরেও।
তবে এদিন নুসরত স্পষ্ট করে দেন, যশ দাশগুপ্ত (Yash Dashgupta) হলেন তাঁর সন্তানের অভিভাবক। ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফেরার দিন নুসরতের সঙ্গেই ছিলেন যশ। তাঁরই কোলে চড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠে সদ্যোজাত। এখন সারাক্ষণ নুসরতের ছায়া সঙ্গী হয়ে থেকেছেন তাঁর বিশেষ বন্ধু যশ।

আরও পড়ুন- রাজ্য জেতা মমতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতান” ভবানীপুরবাসীর কাছে আর্জি প্রবীণ বামনেতার