Tuesday, November 11, 2025

সাংসদদের কণ্ঠরোধের চেষ্টা: চেয়ারম্যানকে খাড়গের চিঠি, তদন্ত কমিটি থেকে সরলো কংগ্রেস

Date:

Share post:

বাদল অধিবেশনে কেন্দ্রের ওপর একাধিক ইস্যুতে চাপ বাড়িয়ে উত্তাল হয়ে উঠেছিল বিরোধী দলের সাংসদরা। রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় রাজ্যসভায়(rajyasabha)। সম্প্রতি সেই ঘটনার তদন্ত ও সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে পার্লামেন্টের(parliament) তরফে। তবে সেই তদন্ত কমিটি থেকে নিজেদের দূরে সরিয়ে নিল কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। এ প্রসঙ্গেই শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে(Venkaiah Naidu) চিঠি লেখেন মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। চিঠিতে তিনি সরাসরি অভিযোগ করেন, এই ধরনের তদন্ত কমিটি দেশের সাংসদদের কণ্ঠরোধের একটি প্রচেষ্টা যাতে তারা চুপ থাকে। তিনি লেখেন, এর ফলে জনপ্রতিনিধিদের গলার স্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং যারা সরকারকে পছন্দ করে না তাদের সরিয়ে দেওয়া হবে। অতএব কংগ্রেস ১১ অগাস্টের ঘটনার তদন্তের জন্য কমিটি গঠনের বিরুদ্ধে এবং এই ধরনের কমিটিতে তারা কোনো প্রতিনিধি মনোনীত করবে না।

সূত্রের খবর, অন্যান্য ১৭টি বিরোধী রাজনৈতিক দল একইভাবে বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে নিজেদের সরিয়ে নিয়েছে। এবং কোনভাবেই তারাই তদন্ত কমিটিতে তাদের প্রতিনিধি দেবে না বলে জানিয়ে দিয়েছে। গত ৪ সেপ্টেম্বর খোদ রাজ্যসভার চেয়ারম্যান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে ফোন করে এই কমিটিতে কংগ্রেসের সদস্য মনোনীত করার আবেদন জানিয়েছিলেন। তবে শুক্রবার চিঠি লিখে তার প্রত্যুত্তর দিয়ে দিল কংগ্রেস। একইসঙ্গে চিঠিতে এটাও জানানো হয়েছে, রাজ্যসভায় বিরোধীদের তরফ সরকারের কাছে বারবার আলোচনার দাবী জানানো হয়েছিল একাধিক ইস্যুতে। নাম ধরে ধরে তিনি বলেন কৃষক সমস্যা, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সীমান্তে উত্তেজনা, পেগাসাস, রাফালের মত বিষয়গুলি তুলে ধরা হয়েছিল আলোচনা তালিকায়। তবে সরকার কোন কিছু নিয়েই আলোচনা করেনি সংসদে।

আরও পড়ুন:দেশে ফের কমল করোনা সংক্রমণ, মৃত্যুও তিনশো-র নীচেই

উল্লেখ্য, গত ১১ আগস্ট বিরোধীদের আন্দোলনের জেরে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। এই ঘটনায় ৭ কেন্দ্রীয় মন্ত্রী চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে এ ঘটনায় দোষী সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। উল্লেখ্য, পেগাসাস, কৃষি আইন নিয়ে পরিস্থিতি এতটাই উত্তাল ছিল যে অনৈতিক আচরণের জন্য রাজ্যসভা থেকে ৬জন সাংসদকে সাসপেন্ড করা হয় ২৪ ঘন্টার জন্য। সেই ঘটনাতেই এবার সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হচ্ছিল‌। তবে সেই কমিটি থেকে নিজেদের সরিয়ে নিল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি।
advt 19

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...