সামশেরগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক আমিরুল ইসলামকে (Amirul Islam) রেকর্ড ব্যবধানে জেতাতে জোর প্রচারে নামল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। সমশেরগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোহেল আহমেদের নেতৃত্বে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরে জনমত গড়তে আসরে নেমে পড়েছেন। এই বিধানসভার ভোটার ২ লক্ষ ৩৭ হাজার ১৯৫। সাতটি গ্রামপঞ্চায়েত ও ধূলিয়ান পুরসভার ২১টি ওয়ার্ড নিয়ে এই বিধানসভা। বুথ ৩২৯টি। ২০১৬-য় প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ১৭৮০ ভোটে সিপিএমের তোয়াব আলিকে পরাজিত করেন। পাঁচ বছরে তৃণমূল কংগ্রেসের হাত ধরে উন্নয়নের জোয়ারে বিরোধীরা পায়ের নিচে মাটি হারিয়েছে। ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সোহেল আহমেদ জানান, পাঁচ বছর সমশেরগঞ্জে যা উন্নয়ন ঘটেছে, বাম জামানায় তার ছিটেফোঁটাও হয়নি। মুখ্যমন্ত্রীর জনকল্যাণমুখী প্রকল্পে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। তাই আমাদের জয় নিশ্চিত।

আরও পড়ুন- রাজনীতির ময়দান ছাড়িয়ে “খেলা হবে” স্লোগান এখন কর্পোরেট কর্তাদের মুখেও!
