Monday, August 25, 2025

যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুল, তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে নাকি উন্নয়ন নেই’। তৃণমূল সরকারের সমালোচনায় বিজেপির মুখে বরাবরই উঠে আসে এ কথা। অথচ সেই বিজেপি নিজেদের উন্নয়নের ঢাক পেটাতে গিয়ে চুরি করে মমতার আমলে পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক প্রজেক্ট। তারই প্রত্যক্ষ প্রমাণ মিলল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) বিজ্ঞাপনী প্রচারে(advertisement campaign)। কেলেঙ্কারির চূড়ান্ত সীমায় পৌঁছে যোগী আদিত্যনাথে উন্নয়ন মূলক কর্মযজ্ঞ প্রকাশের বিজ্ঞাপনে তুলে ধরা হলো কলকাতার মা উড়ালপুলের(Maa flyover) ছবি। ছবিটি যে কলকাতার তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই উড়ালপুলের পাশে থাকা হোটেলের ছবি তো বটেই এমনকি উড়ালপুলে দেখা যাচ্ছে কলকাতার অন্যতম পরিচয় হলুদ ট্যাক্সিও ছবিও। বছর ঘুরলেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তবে তার আগে গেরুয়া শিবিরের এহেন কাণ্ডে রীতিমতো মুখপোড়া অবস্থা যোগী আদিত্যনাথের।

২০১৫ সালের ৯ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন ‘মা’ উড়ালপুলের। উড়ালপুলের এই নামটিও খোদ মুখ্যমন্ত্রীর দেওয়া। মুলত পার্কসার্কাস ও এ জে সি বোস রোডের সঙ্গে ইএম বাইপাসকে যুক্ত করেছে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুলটি। তবে কোন যাদু বলে এবং কীভাবে মা উড়ালপুল উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপনে চলে গেল? রবিবার সংবাদ পত্রের পাতা জুড়ে এই বিজ্ঞাপন প্রকাশ করে উত্তরপ্রদেশ সরকার। উদ্দেশ্য ছিল ভোটের আগে ফলাও করে যোগী সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরা। তবে ‘মা’ উড়ালপুল চালু করার কৃতিত্ব নিজে নিয়ে রীতিমতো বিপাকে পড়লেন যোগী আদিত্যনাথ। এই ঘটনায় যোগীর সমালোচনায় রীতিমতো সরব হয়ে উঠেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপনের ছবি প্রকাশ করে টুইটে দাবি করেছেন, ‘যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে।’ অভিষেকের এই টুইট রিটুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন:‘বিপদ’ বিজেপি, ত্রিপুরায় তৃণমূলের লাগাম শক্ত হতেই বঙ্গ সফরে মানিক সরকার

উল্লেখ্য, মানুষের হৃদয়ে ছাপ ফেলতে বিজ্ঞাপনের গুরুত্ব যেমন অনস্বীকার্য, তেমনি সুযোগ ও সময় বুঝে মিথ্যাচারিতার ঢালাও মসলা যোগ করা হয় এই বিজ্ঞাপনে। অবশ্য রাজনৈতিক বিজ্ঞাপনে মিথ্যাচারিতার মসলা যোগ হতে দেখা গিয়েছিল বিজেপি সরকারের হাত দিয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিজ্ঞাপনে। নরেন্দ্র মোদির সঙ্গে এক গৃহহীন মহিলার হাসিমুখের ছবি ভোট বঙ্গে কম বিতর্ক তৈরি করেনি। এবার নিজের উন্নয়নের ঢাক পেটাতে গিয়ে বিজ্ঞাপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি মা উড়ালপুলের ছবি নিজের নামে চালিয়ে বড় বিপাকে পড়লেন যোগী আদিত্যনাথ।

advt 19

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...