পুজোর মুখে কমছে ভোজ্য তেলের দাম!  

ভোজ্য তেলে আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। এর ফলে খুচরো বাজারে দাম কমছে পাম তেল, সয়া তেল এবং সাদা তেলের। অপরিশোধিত পাম তেলের আমদানি শুল্ক ১০ শতাংশ কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছে।
পাম তেল এবং সয়াবিন তেলের বেশির ভাগটাই অন্য দেশ থেকে আমদানি করা হয়। কিন্তু এই তেলের জোগান কম থাকায় ও বৈদেশিক বাজারে দাম বৃদ্ধির জেরে প্রভাব পড়েছিল দেশীয় বাজারে। ফলে লাফিয়ে বাড়ছিল দাম।

শনিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অপরিশোধিত পাম তেলের আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছে। অপরিশোধিত সয়া তেল এবং সাদা তেলের আমদানি শুল্ক ২.৫ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ৭.৫ শতাংশ। রিফাইনড পাম তেল, সয়া তেল এবং সাদা তেলের শুল্ক ৩২.৭৫ শতাংশ করা হয়েছে।

 

advt 19

 

Previous articleযোগীর উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুল, তীব্র কটাক্ষ অভিষেকের
Next articleহার ঘোষণার ২ ঘন্টা পর চুরি করে জিতেছি…! সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুভেন্দু