Friday, November 14, 2025

বিজেপি এখন একা: ফিরহাদ

Date:

Share post:

‘বিজেপি তালিবানের মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কাটার কথা বলে। আমাদের সিআইডি অফিসারদের উত্তরপ্রদেশে হেনস্থা করে। জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেনকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া। তাই একটা ভোটও বিজেপিকে নয়।’ জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেনের সমর্থনে সভা করতে এসে বললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

নির্বাচনীবিধি মেনে দলীয় দুই প্রার্থীর সমর্থনে জঙ্গিপুর ও সামসেরগঞ্জে জোড়া সভা করলেন ফিরহাদ। দু জায়গাতেই তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন। জঙ্গিপুরের মির্জাপুর লাইব্রেরি মাঠে নির্বাচনী প্রথম সভায় জোর গলায় বলেন, ‘এখানকার বিজেপি প্রার্থী একা হয়ে গিয়েছে। তাঁর সঙ্গে কেউ নেই।’ স্পষ্ট জানালেন, ‘আমরা কখনও কারও কাছে মাথা নত করব না।’ এ ছাড়া কয়লা, গরুপাচার ইস্যুতেও বিজেপিকে একহাত নেন তিনি। জানান, ‘রাজনৈতিক উদ্দেশে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা কাজ করছে। গরুপাচার সীমান্ত দিয়ে হয়। এর জন্য পুরোপুরি দায়ী সীমান্তরক্ষী বাহিনী।’

৫৮ নম্বর জঙ্গিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকিরের সমর্থনে কর্মিসভায় ফিরহাদ হাকিম ছাড়াও ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখেরুজ্জামান, হুমায়ুন কবির, সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, বিধায়ক মহম্মদ আলি সাহেব, সায়নি সিংহরায়, গৌতম ঘোষ প্রমুখ।
সামসেরগঞ্জে দলীয় প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে ভোট প্রচার করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদের আগমনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল বিপুল। সোমবার সামসেরগঞ্জের ভাসাইপাইকর হাইস্কুল মাঠে জনসভা করেন তিনি।

সভায় ছিলেন জঙ্গিপুর জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, বিধায়ক মনিরুল ইসলাম, আবু তাহের খান প্রমুখ। করোনাবিধি ও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এক হাজার কর্মী-সমর্থক নিয়ে সামাজিক দূরত্ব মেনে সভা হয়। প্রবেশপথে সকলকে দেওয়া নির্দিষ্ট স্লিপ ও হাতে স্যানিটাইজার এবং মাস্ক।

আরও পড়ুন- মুকুলের জায়গায় বসিয়ে গুরুত্ব হ্রাস, মন্ত্রিত্বও পেলেন না দলে “কোণঠাসা” দিলীপ

advt 19

 

spot_img

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...