‘গুলাব’ আছড়ে পড়ার আগেই বাতিল ২৮টি ট্রেন

পুজোর আগেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। আজ, রবিবার বিকেলেই ভয়ঙ্কর গতিতে ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তাই বড়সড় দুর্যোগ এড়াতে বাতিল করা হল। বহু ট্রেন।পূর্ব রেলওয়ের ২৮টি ট্রেন বাতিল হয়েছে। হাওড়া থেকে ওড়িশা ও অন্ধপ্রদেশগামী একাধিক ট্রেনের সময়সূচীর পরিবর্তন করা হয়েছে।একধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হতে পারে।একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছেঃ

০৮৪৬৩ ভুবনেশ্বর – ব্যাঙ্গালোর প্রশান্তি স্পেশাল ২৬ সেপ্টেম্বর ভুবনেশ্বর থেকে বাতিল করা হয়েছে

০২৮৪৫ ভুবনেশ্বর – যশবন্তপুর স্পেশাল ২৬ সেপ্টেম্বর ভুবনেশ্বর থেকে বাতিল করা হয়েছে

০৮৯৬৯ ভুবনেশ্বর – বিশাখাপত্তনম স্পেশাল ২৬ সেপ্টেম্বর ভুবনেশ্বর থেকে বাতিল করা হয়েছে

০৮৫৭০ বিশাখাপত্তনম – ভুবনেশ্বর স্পেশাল ২৬ সেপ্টেম্বর বিশাখাপত্তনম থেকে বাতিল করা হয়েছে

০৭০১৫ ভুবনেশ্বর – সেকেন্দ্রাবাদ বিশাখা স্পেশাল ২৬ সেপ্টেম্বর ভুবনেশ্বর থেকে বাতিল করা হয়েছে

০২০৭১ ভুবনেশ্বর – তিরুপতি স্পেশাল ২৬ সেপ্টেম্বর ভুবনেশ্বর থেকে বাতিল করা হয়েছে

০৮৪১৭ পুরী – গুনুপুর স্পেশাল ২৬ সেপ্টেম্বর পুরী থেকে বাতিল করা হয়েছে

০২৮৫৯ পুরী – চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ২৬ সেপ্টেম্বর পুরী থেকে বাতিল করা হয়েছে

০৮৫২১ গুনুপুর – বিশাখাপত্তনম স্পেশাল ২৬ সেপ্টেম্বর গুনুপুর থেকে বাতিল করা হয়েছে

০৮৫২২ বিশাখাপত্তনম – গুনুপুর স্পেশাল ২৬ সেপ্টেম্বর বিশাখাপত্তনম থেকে বাতিল করা হয়েছে

০৮৪৩৩ ভুবনেশ্বর – পলাসা স্পেশাল ২৬ সেপ্টেম্বর ভুবনেশ্বর থেকে বাতিল করা হয়েছে

০৮৫৭২ বিশাখাপত্তনম – টাটা স্পেশাল ২৬ সেপ্টেম্বর বিশাখাপত্তনম থেকে বাতিল করা হয়েছে

০৮৫১৮ বিশাখাপত্তনম – কোরবা স্পেশাল ২৬ সেপ্টেম্বর বিশাখাপত্তনম থেকে বাতিল করা হয়েছে

০৮৫১৭ কোরবা – বিশাখাপত্তনম স্পেশাল ২৬ সেপ্টেম্বর কোরবা থেকে বাতিল করা হয়েছে

০২০৮৫ সম্বলপুর – নান্দেদ স্পেশাল ২৬ সেপ্টেম্বর সম্বলপুর থেকে বাতিল করা হয়েছে

০৮৫২৭ রাইপুর – বিশাখাপত্তনম স্পেশাল ২৬ সেপ্টেম্বর রাইপুর থেকে বাতিল করা হয়েছে

০৮৫২৮ বিশাখাপত্তনম – রাইপুর স্পেশাল ২৬ সেপ্টেম্বর বিশাখাপত্তনম থেকে বাতিল করা হয়েছে

০৮৫০৮ বিশাখাপত্তনম – রায়গঢ় স্পেশাল ২৬ সেপ্টেম্বর বিশাখাপত্তনম থেকে বাতিল করা হয়েছে

০৭২৪৪ রায়গঢ় – গুন্টুর স্পেশাল ২৬ সেপ্টেম্বর রায়গঢ় থেকে বাতিল করা হয়েছে

০২০৭২ তিরুপতি – ভুবনেশ্বর স্পেশাল ২৭ সেপ্টেম্বর তিরুপতি থেকে বাতিল করা হয়েছে

০৮৪১৮ গুনুপুর – পুরী স্পেশাল ২৭ সেপ্টেম্বর গুনুপুর থেকে বাতিল করা হয়েছে

০২৮৬০ চেন্নাই – পুরী স্পেশাল ২৭ সেপ্টেম্বর চেন্নাই থেকে বাতিল করা হয়েছে

০৮৪৩৪ পলাসা – ভুবনেশ্বর স্পেশাল ২৭ সেপ্টেম্বর পলাসা থেকে বাতিল করা হয়েছে

০৮৫৭১ টাটা – বিশাখাপত্তনম স্পেশাল ২৭ সেপ্টেম্বর টাটা থেকে বাতিল করা হয়েছে

০২০৮৬ নান্দেদ – সম্বলপুর স্পেশাল ২৭ সেপ্টেম্বর নান্দেদ থেকে বাতিল করা হয়েছে

০৮৫০৭ রায়গঢ় – বিশাখাপত্তনম স্পেশাল ২৭ সেপ্টেম্বর রায়গঢ় থেকে বাতিল করা হয়েছে

০৮৪৬৪ ব্যাঙ্গালোর – ভুবনেশ্বর স্পেশাল ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালোর থেকে বাতিল করা হয়েছে

০২৮৪৬ যশবন্তপুর – ভুবনেশ্বর স্পেশাল ২৭ সেপ্টেম্বর যশবন্তপুর থেকে বাতিল করা হয়েছে

আরও পড়ুন:বাংলায় ‘গুলাব’-এর সরাসরি প্রভাব না পড়লেও উপকূলে জারি রেড অ্যালার্ট

ইতিমধ্যেই হাওড়া-যশবন্তপুর স্পেশাল ট্রেনটি ৪ ঘণ্টা পরে ছেড়েছে। এছাড়াও ৬ ঘণ্টা পরে ছাড়বে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস ট্রেন। হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা স্পেশাল ছাড়বে ৬ ঘন্টা পরে।

advt 19