উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে দিনহাটা আসনে। আগামিকাল দিনহাটা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন দলের চেয়ারম্যান উদয়ন গুহ। উদয়ন গুহ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে বিজেপির কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান তিনি । তাই এবার কোনো ভাবেই রিস্ক নিতে চান না উদয়ন। তিনি প্রার্থী হবেন কী না তা ঘোষণা এখনও না হলেও দলকে জেতাতে রণনীতি চুড়ান্ত করছেন তিনি। সাহেবগঞ্জ এলাকায় দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি বৈঠকটি হবে বলে জানা গেছে। দলীয় ভাবে জানা গেছে কোন এলাকায় কীভাবে প্রচার হবে তা নিয়ে চুড়ান্ত আলোচনা হবে এই মিটিং এ৷ উপনির্বাচনের দিন ঘোষনার আগেই দিনহাটায় কর্মীসভা করছিল তৃণমূল কংগ্রেস৷ এবারে শুরু হবে নির্বাচনী প্রচার। তৃণমূল কংগ্রেসের দিনহাটার প্রাক্তন বিধায়ক ও দলের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, তারা আগের থেকে দলের সভা করছিলেন। নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষায় ছিলেন। সাহেবগঞ্জের সভাতে এব্যাপারে দলের জেলা নেতাদের সাথে আলোচনা করবেন তারা। জানা গেছে উপনির্বাচনের প্রচারে হেভিওয়েট কেউ আসবেন কী না তা চুড়ান্ত করবে রাজ্য নেতৃত্ব। দিনহাটা উপনির্বাচন হবে ৩০ অক্টোবর। বিধানসভা নির্বাচনে দিনহাটা আসনে বিজেপির কাছে ৫৭ ভোটে হেরেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। তবে ভোটে জিতেও সাংসদ পদ বহাল রাখতে বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিশীথ প্রামানিক। তাই ফের এই আসনে উপনির্বাচন হবে এবার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা এখনও না হলেও দল জয়ী হবে বলে একশ শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস৷
