Monday, November 10, 2025

অন্যদলের এজেন্ট বিজেপি নেতা! গাড়ি ভাঙচুরের ভুয়ো অভিযোগ: পদে পদে বিতর্কে কল্যাণ চৌবে

Date:

Share post:

তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ করে নিজেই বিতর্কে জড়ালেন বিজেপি (Bjp) নেতা কল্যাণ চৌবে (Kalyan Chowbey)। পাল্টা বহিরাগত অভিযোগ করে কল্যাণের আপ্ত সহায়ককে ধরে পুলিশের হাতে তুলে দেন তৃণমূল (Tmc) নেতা অসীম বসু (Ashim Basu)। নিজে বিজেপি নেতা, বিধানসভা নির্বাচনে তিনি মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন কল্যাণ। অথচ এদিন বলেন, ভবানীপুরে হিন্দুস্তানি আওয়াম মোর্চার এজেন্ট তিনি। বিজেপি নেতা হয়েও অন্যদলের এজেন্ট!

কল্যাণের অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর করেছে শাসকদলের কর্মীরা। অথচ পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়, পদ্মপুকুরে কল্যাণের গাড়ির সঙ্গে বাইক চালকের বচসা বাধে। সেই থেকেই গাড়ি ভাঙচুর। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পরে, নির্বাচন কমিশনের তরফ থেকেও জানানো হয়, অনুমতি নেই এমন গাড়িতে যাচ্ছিলেন কল্যাণ চৌবে।

আরও পড়ুন: কুণালের টুইট-খোঁচা, শোরগোল বিজেপির অন্দরে

একইসঙ্গে প্রশ্ন ওঠে, ভবানীপুরের ভোটার না হয়েও কেন ভবানীপুর অঞ্চলে ছিলেন কল্যাণ? তিনি জানান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করছেন।

আরও একটি বিতর্কের সৃষ্টি হয়েছে কল্যাণ চৌবেকে ঘিরে। এদিন বহিরাগত বলে যে যুবককে পুলিশ আটক করে, তিনি বিজেপি কর্মী বলে দাবি। তিনি অন্য দলের এজেন্ট হলে, তাঁর সঙ্গে কী করে বিজেপি কর্মী থাকছেন? এই প্রশ্নের জবাবে কল্যাণ জানান, বিজেপির সঙ্গে একই ভাবধারার দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা। ওই যুবক এ দিনের জন্য তাঁর আপ্তসহায়ক।

ভবানীপুরে ভোটের দিনে শেষবেলায় মানিকতলা কেন্দ্রের বাসিন্দা বিজেপি নেতা কল্যাণ চৌবে ভবানীপুরে হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রার্থীর নির্বাচনী এজেন্ট হয়ে গাড়ি ভাঙচুরের ভুয়ো অভিযোগ করে পদে পদে বিতর্কে জড়ালেন।

advt 19

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...