কুণালের টুইট-খোঁচা, শোরগোল বিজেপির অন্দরে

কুণাল ঘোষ। (ফাইল ছবি)

প্রথমে বিজেপি (Bjp) সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee ) প্রচার না করার জন্য ধন্যবাদ জ্ঞাপন। তারপর বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত- তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) টুইট নিয়ে রীতিমতো শোরগোল বিজেপির অন্দরে। কিন্তু কী এমন লেখেন করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) কুণাল লেখেন,

“গতকাল বিজেপির যাঁরা বৈঠকে ছিলেন এবং যাঁদের সঙ্গে তাঁরা ফোনে কথা বলালেন, তাঁদের ধন্যবাদ। তাৎপর্যপূর্ণ, তৃণমূল থেকে যাওয়া নন। সেই তালিকা আলাদা। তাড়াহুড়ো নেই।” এরপরই মোক্ষম খোঁচা দেন কুণাল। লেখেন,
“ক্যাপ্টেনের ফর্মুলা চলুক। ওদের মনে হাসি পাবে। চেনা চেনা লাগবে তো।”

তৃণমূল মুখপাত্রের এই টুইটের পরে রীতিমতো চর্চা শুরু হয় বিজেপির অন্দরে। সূত্রের খবর, কারা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছেন বা কাদের মাধ্যমে কুণাল ঘোষ অন্য নেতাদের সঙ্গে কথা বলেছেন, তা নিয়ে কানাঘুষো চলে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির অনেক নেতাই তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন, তাঁদের সঙ্গেই হয়তো আলাপ-আলোচনা চলছে তৃণমূল নেতৃত্বের। আবার অনেকের মতে, বিজেপির অন্দরে শোরগোল ফেলতেই এই ধরনের টুইট।

advt 19

 

Previous articleবাবা-মায়ের সঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ ইউভানের
Next articleMBBS-এর স্নাতকোত্তরের সর্বভারতীয় প্রবেশিকার দু’টি পরীক্ষায় প্রথম বাঙালি চিকিৎসক অমর্ত্য সেনগুপ্ত