Saturday, August 23, 2025

মাদককাণ্ডে শাহরুখপুত্র, সুশান্তের বন্ধু কুণালকে গ্রেফতারের পরই খোঁজ মেলে রেভ পার্টির!

Date:

Share post:

সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বন্ধু কুণাল জানিকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর এনসিবির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেখান থেকেই খোঁজ রেভ পার্টির। এমনটাই দাবি এনসিবির। রেভ পার্টি থেকে ইতিমধ্যে এনসিবি গ্রেফতার করেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ ৮ জনকে।

আরিয়ানকে গ্রেফতার করায় বলিউডের সঙ্গে মাদক যোগের বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে। এনসিবি প্রধান জানিয়েছেন, তদন্তের জাল বিস্তৃত করে ওই রেভ পার্টির আয়োজকদের তলব করা হয়েছে।

আরও পড়ুন: লখিমপুর যাওয়ার পথে আটক অখিলেশ, সোমবার সকালে ছাড়া পেলেন প্রিয়াঙ্কা

এনসিবির আধিকারিকদের দাবি,  প্রয়াত সুশান্ত সিং রাজপুতের এক বন্ধুকে গ্রেফতার করেই নাকি এই রেভ পার্টির বিষয়ে জানতে পেরেছিলেন তাঁরা। পার্টিতে মাদকের ব্যবহার হতে পারে বলে আগে থেকে খবর ছিল তাদের কাছে। সেই মতো যাত্রীর ছদ্মবেশে এনসিবি-র দুঁদে অফিসারেরা ক্রুজে সওয়ার হন। আর সেখান থেকেই আটক করে আরিয়ানকে। এনসিবির আধিকারিকরা ক্রুজে তল্লাশি চালিয়ে ২১ গ্রাম চরস, ১৩ গ্রাম কোকেন, ২২টি এমডিএমএ ট্যাবলেট, ৫ গ্রাম এমডি ড্রাগ ও ও ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করেন।

উল্লেখ্য, দিন কয়েক আগে কুণাল জানিকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্রে খবর, কুণাল জানি ছিলেন  সুশান্তের বন্ধু। পরে কুণালের বিরুদ্ধে মাদক ব্যবসার মিডলম্যান হিসেবে কাজ করার অভিযোগ ওঠে।

advt 19

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...