৪ কেন্দ্রে উপনির্বাচনের জন্য পুজোর মধ্যেই আসছে কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে বাকি ৪ কেন্দ্রে উপনির্বাচনের জন্য ফের আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ৩০ অক্টোবর গোসাবা (Gosaba), শান্তিপুর (Shantipur), খড়দহ (Khardah), দিনহাটা (Dinhata) – বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৩ অক্টোবরের মধ্যেই রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

• ৮ কোম্পানি সিআরপিএফ

• ৯ কোম্পানি বিএসএফ

• ৫ কোম্পানি সিআইএসএফ

• ৫ কোম্পানি এসএসবি

 

সূত্রের খবর, চার বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর এলাকায় আপাতত এরিয়া ডমিনেশনের কাজ করবে বাহিনী। শান্তিপুর, খড়দহ, দিনহাটা – এই তিনটিই অশান্তিপ্রবণ কেন্দ্র। সেই কারণে কোনওরকম ঝুঁকি নয়ে চায় না কমিশন। সূত্রের খবর, প্রয়োজনে বাড়তি বাহিনীও মোতায়েন করা হতে পারে।

advt 19

 

 

 

Previous articleলখিমপুরকাণ্ড: চাপে পড়ে পুলিশের সামনে হাজিরা মন্ত্রী-পুত্র আশিসের 
Next articleমাঠে নামার আগেই দ্বৈরথ শুরু ভারত-পাকিস্তানের, জার্সিতে ‘ইউএই’ নাম লিখল পাকিস্তান