Monday, August 25, 2025

রাজ্য বিজেপির পুজোতে আগ্রহী নন কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, উদ্বোধন করবেন সুকান্ত

Date:

Share post:

গতবারের জাঁকজমক নেই। নিতান্তই নিয়ম রক্ষারর্থে পুজো করছে বিজেপি। এমনকী, পুজো উদ্বোধনের লোক পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। কোনও কেন্দ্রীয় নেতাই বাংলার দুর্গাপুজো (Durga Puja) উদ্বোধনে আর আগ্রহী নন। ফলে শেষ খবর পর্যন্ত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেই (Sukanta Majumder) উদ্বোধন করছেন।

কথা ছিল, সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা (J P Nadda) অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ষষ্ঠীতেই দুর্গাপুজোর ভার্চুয়াল (Virtual) উদ্বোধন করবেন। কিন্তু শেষ পাওয়া খবরে কেউই উপস্থিত থাকবেন না। সুতরাং সোমবার বিকেলে পুজোর উদ্বোধন হতে চলেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে ধরেই।

আরও পড়ুন:পুরীর মন্দিরের ভেতরেই ধর্ষণ! অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার পুলিশের

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির (Bjp) ভরাডুবি হওয়ার পর এ বছর দুর্গাপুজো করায় খুব একটা উৎসাহী ছিলেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু একবার করলে, অন্তত পরপর তিনবার পুজো করতেই হয় বলে বিধি। সেই রীতিতে শেষ পর্যন্ত পুজো হচ্ছে। তবে, সল্টলেকের ইজেডসিসি-তে পুজোর সেই জৌলুস নেই। গতবছর এই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ বছর উদ্বোধনের জন্য জে পি নাড্ডাকে চেয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এজন্য চিঠিও পাঠানো হয়। কিন্তু উত্ত না পেয়ে শেষে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই উদ্বোধন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর EZCC-র পুজো মণ্ডপে গেলেও উদ্বোধনে উপস্থিত থাকবেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দুর্গাপুজো করা নিয়ে প্রথম থেকেই নতুন রাজ্য সভাপতির সঙ্গে প্রাক্তনের মনকষাকষি হয়। পরে পুজো হলেও দিলীপ যে রাজনৈতিক দলের পুজো করাটা একেবারেই পছন্দ করেন না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এখন সুকান্তর অনুগামী কারা এই পুজোয় থাকেন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

advt 19

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...