সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এবার নতুন করে ময়দানে নামল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত রবিবার এ বিষয়ে রিলায়েন্স জানানো হয়েছে, চিনের ন্যাশনাল ব্লুস্টার গ্রুপের কাছ থেকে REC সোলার হোল্ডিং AS-এর ১০০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড (RNESL)। এবং এই প্রক্রিয়ার জন্য রিলায়েন্সের খরচ হয়েছে ৭৭১ মিলিয়ন ডলার।

আরও পড়ুন:সংঘর্ষ ঘিরে উত্তেজনা, কোচবিহারে মৃত্যু দুই তৃণমূল কর্মীর

সম্প্রতি এ বিষয়ে রিলায়েন্স সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, ২০৩০ সালের মধ্যে দেশ ৪৫০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উত্পাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। আর দেশের সঙ্গে তাল মিলিয়ে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উত্পাদনের লক্ষ্যমাত্রা রয়েছে রিলায়েন্সের। চিনের থেকে এই অধিগ্রহণের পর নিজেদের সেই লক্ষ্যমাত্রার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ওই সংস্থা। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে ফোটোভোল্টেইক (PV) উত্পাদনের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা রয়েছে রিলায়েন্সের। আর এই অধিগ্রহণের ফলে সেই লক্ষ্য কিছুটা হলেও পূরণ হতে চলেছে।
