আইপিএলে( Ipl) দিল্লি ক্যাপিটালসকে ( delhi capitals) হারিয়ে দীর্ঘ সাত বছর পর ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স ( kkr)। বুধবার রাতে যেন একাই মাত করে দিয়েছেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়র। চলতি পর্বের সব থেকে আকর্ষণীয় ক্রিকেটারের তালিকায় ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন তিনি। বুধবার দিল্লির বিরুদ্ধে ৪১ বলে ৫৫ রান করেছেন তিনি। দলের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে খুশি ভেঙ্কটেশ।

ম্যাচ শেষে ভেঙ্কটেশ বলেন,” আমাকে দলের তরফে যেটা বলা হয়েছিল সেটাই করেছি। ম্যাচ জিততে পেরে প্রচণ্ড খুশি। যে ভাবে আমি খেলতে চাই, এখানে এসেও সে ভাবেই খেলতে পারছি। গত দুটো ম্যাচে নিজেকে অনেক নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলাম। শেষ পর্যন্ত ব্যাট করতে চাইছিলাম। কিন্তু তার পরেই মনে হল আমার খেলার ধরন এমন নয়। তাই যে ভাবে আগে খেলছিলাম সে ভাবেই খেলা শুরু করি।”

ভারতীয় দলেও নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন ভেঙ্কটেস। কিন্তু মূল দলে ঢোকা নিয়ে এখনই ভাবতে চান না কেকেআরের অলরাউন্ডার। বলেছেন, “আমাদের সামনে এখন একটা ম্যাচ রয়েছে। আপাতত সেটার উপরেই চোখ রাখতে চাই।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
