চুক্তি লঙ্ঘন করছে চিন, বেজিংকে শিক্ষা দিতে সীমান্তে সেনা সাজাচ্ছে ভারত

বারবার চুক্তি লঙ্ঘন করছে (Agreement ) চিন (china) । বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হওয়া সত্ত্বেও লাদাখ, অরুণাচল , অসম সীমান্তে বেজিং সেনা অনুপ্রবেশ ঘটাচ্ছে বারবার । তাই এবার চিনকে উপযুক্ত শিক্ষা দিতে অরুণাচল প্রদেশ এবং সিকিমে ভারত-চিন সীমান্তের এক হাজার ৩৪৬ কিলোমিটার এলাকা জুড়ে অত্যাধুনিক প্রযুক্তি এবং সমরাস্ত্রে সজ্জিত সেনা মোতায়েন করছে ভারত । যাতে কোনও ভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে চিনকে যেন উপযুক্ত জবাব দেওয়া যায়।

উপগ্রহের মাধ্যমে ওই এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি থাকছে ইজরায়েলের হেরন মার্ক-২ ড্রোন। বেশ কিছু সামরিক নির্মাণকাজও শুরু হয়েছে সীমান্তে। ৫ মাউন্টেন ডিভিশনের মেজর জেনারেল জুবিন এ মিনওয়ালা জানান, চিনকে বুঝিয়ে দেওয়া হবে ভারতকে চমকানোর চেষ্টা করলে ওদেরও চমকানোর ব্যবস্থা করা হচ্ছে। আকাশ, স্থলভূমি সব দিক থেকেই চিনের উপর নজরদারি চালানো হবে। জানা গিয়েছে , লাদাখ থেকে অরুণাচল প্রদেশে সেনা যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধাগুলি রয়েছে সড়ক এবং সুড়ঙ্গপথ তৈরি করে তা আরও মসৃণ করার কাজ চলছে। এছাড়াও যে ধরনের সমরাস্ত্র এখন উন্নত দেশগুলি ব্যবহার করে সেসব দেশের সেনাদের শক্তিশালী করে তোলার চেষ্টা করা হচ্ছে।

advt 19

 

 

Previous articleদুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে উন্মোচিত হল কোহলির মোমের মূর্তি
Next articleঅবশেষে সাংসদ পদে ইস্তফা বাবুলের, ফের লড়বেন ভোটে? জল্পনা তুঙ্গে