Friday, November 14, 2025

ওজন কমাতে ব্যাগ ছাড়াই যাত্রী নিয়ে পাড়ি দিল উড়ান

Date:

Share post:

ব্যাগপত্র লাগেজ কাউন্টারে দিয়ে অসমের রূপসী থেকে কলকাতাগামী উড়ানে চেপে বসেছিলেন যাত্রীরা। কলকাতায় বিমান অবতরণের পরই শুরু বিপত্তি। যাত্রীদের পৌঁছলেও ব্যাগেজ বেল্টে প্রায় ২৩ জন যাত্রী ব্যাগ না পেয়ে ওই বিমান সংস্থার আধিকারিকের দ্বারস্থ হলে জানতে পারেন,  আবহাওয়া খারাপ থাকায় চালক বিমানের ওজন কমাতে বলেন। সেকারণেই সকলের ব্যাগ আনা সম্ভব হয়নি। বিমান সংস্থা তাদের দায় এককথায় স্বীকার করে নিলেও এই ঘটনায় যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এমনকী অনেকেই মেজাজ হারিয়েছেন।

আরও পড়ুন:  আরজিকর:  কর্তৃপক্ষের হুঁশিয়ারি সত্ত্বেও কাজে যোগ দিতে নারাজ জুনিয়র ডাক্তারদের একাংশ

উড়ান সংস্থা ‘ফ্লাই-বিগ’ অতি সম্প্রতি কলকাতা থেকে অসমের ধুবড়ি জেলার রূপসী হয়ে গুয়াহাটি পর্যন্ত সপ্তাহে চার দিন উড়ান পরিষেবা দিতে শুরু করেছে। এরফলে কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধা হচ্ছে ঠিকই। কারণ কোচবিহারে বিমানবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে সেখানকার মানুষকে কলকাতায় পৌঁছতে হলে পাঁচ-ছ’ঘণ্টার পথ পেরিয়ে বাগডোগরা যেতে হয়। এক যাত্রীর কথায়  “রূপসীতে পৌঁছতে আমাদের বড়জোর দেড় ঘণ্টা লাগছে। তবে যদি ব্যাগ আটকে থাকে তবে তো মানুষ ভয় পেয়ে যাবেন! সোমবার ওই সব জিনিসপত্র নাকি গুয়াহাটি ঘুরে কলকাতায় এসেছে। কলকাতার বাইরে আছি বলে তা এখনও আমাদের হাতে আসেনি। কিন্তু বিমানের সহযাত্রীদের মধ্যে এক জনের সোমবার দুবাই যাওয়ার কথা ছিল বলে শুনেছিলাম। তাঁর যে কী হল, কে জানে। এক জন চিৎকার করছিলেন, বাচ্চার ওষুধ রয়েছে ব্যাগে।”

গোটা ঘটনায় উড়ান সংস্থাটি তাদের দায় স্বীকার করে বলেছে, ৭২ আসনের এটিআর বিমান কলকাতায় আদার পথে অধিকাংশ সময়ই ভর্তি থাকছে। পাশাপাশি আবহাওয়া খারাপ। তাই বিমান চালক ওজন কমাতে বলেন। কারণ প্রয়োজন হলে যাতে অন্য বিমানবন্দরে অবতরণ করা যায়, তার জন্য অতিরিক্ত জ্বালানি নিতে চেয়েছিলেন তিনি।
advt 19

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...