বয়স একটি সংখ্যা মাত্র। মনের ইচ্ছাটাই আসল। আর ইচ্ছের কাছে শারীরিক প্রতিবন্ধকতাও কোনও বাধা নয়, তা বুঝিয়ে দিচ্ছেন খড়দহের ৮০ ঊর্ধ্বররা। যাঁরা শারীরিকভাবে অক্ষম তাঁদের জন্য বিধানসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ফর্মও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই অর্থে সাড়া মেলেনি। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মাত্র ৬৪৪ জন আবেদন করেছেন! বাকি সাড়ে ৪ হাজার অশীতিপর এবং শারীরিক অক্ষম ভোটার বুথে গিয়েই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

কমিশন সূত্রে খবর, খড়দহ বিধানসভায় মোট ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন ভোটার। এর মধ্যে ৮০ ঊর্ধ্ব ভোটার রয়েছেন ৪ হাজার ৪৭১ জন এবং শারীরিক প্রতিবন্ধী ভোটার রয়েছেন ৭১৪ জন। অর্থাৎ, বাড়িতে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন মোট ৫ হাজার ১৮৫ জন। কিন্তু, তার মধ্যে মাত্র ৬৪৪ জন ফর্ম ফিলাপ করে আবেদন করেছেন। বাকি ৪ হাজার ৫৪১ জনই বুথে গিয়েই ভোট দেওয়ার পক্ষে।

এই ভোটারদের মধ্যে অধিকাংশ জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত এক করে সকলের জন্য ৩৬৫ দিন ২৪ ঘন্টা নিরলস ভাবে কাজ করে চলেছেন। তাই খড়দহের ৮০ ঊর্ধ্বদের বেশিরভাগেরই ইচ্ছা অন্তত বছরের একটি দিন কয়েক মিনিটের জন্য তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে তাঁর দলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে জেতাতে বুথে গিয়ে ভোট দিয়ে ইতিহাসের সাক্ষী হতে চান।
আরও পড়ুন- হিমাচলপ্রদেশে নিখোঁজ ৬ বাঙালি ট্রেকার-সহ ১০ পর্যটক, বাংলায় উদ্বিগ্ন পরিবার
