ত্রিপুরায় তৃণমূলের (Tmc) জন সম্পর্ক অভিযানে হামলা, সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev) আক্রমণের কড়া নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ত্রিপুরায় বিরোধীদের ওপর রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে বলে অভিযোগ করেন অভিষেক।

শুক্রবার, থেকেই ত্রিপুরায় বিশেষ জন সম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে চলছে অভিযান। আস্তাবল বাজার থেকে আমতলি বাজারের কাছে যেতেই তৃণমূলের প্রচার গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হন সুস্মিতা দেব। আমতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Twitte) করেন অভিষেক। তিনি লেখেন
“বিপ্লব দেবের জমানায় দুয়ারে গুন্ডারাজ চলছে। রাজনৈতিক বিরোধীদের উপর হামলায় নয়া রেকর্ড করছে ত্রিপুরা।
একজন রাজ্যসভার মহিলা সাংসদের উপর আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে।
সময় ঘনীয়ে এসেছে। ত্রিপুরার মানুষ জবাব দেবেন।”

Under @BjpBiplab's #DuareGundaRaj, attack on political opponents is setting new records!
Physically manhandling a sitting female Rajya Sabha MP, @SushmitaDevAITC is BEYOND SHAMEFUL & POLITICAL TERRORISM by @BJP4Tripura goons!
The time is near. People of Tripura will answer!
— Abhishek Banerjee (@abhishekaitc) October 22, 2021
ত্রিপুরায় বারবার তৃণমূল নেতৃত্বের উপর হামলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় গিয়েছিলেন, তখন তাঁর উপর হামলা চালায় বিজেপি। বাঁশ দিয়ে তাঁর গাড়িতে আক্রমণ করা হয়। এরপরে তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলা হয়। তৃণমূল সাংসদের প্রতিনিধি দল যখন যান, তখন তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এবার সেখানে আক্রান্ত হলেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব।