Tuesday, November 11, 2025

বাড়ছে সংক্রমণ, করোনা রুখতে রাজ্যে কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দুর্গোৎসবের পর কলকাতায় ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে রাজ্যের একাধিক জেলাতেও বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রন্ত হয়েছেন ৪৪৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩১৯। অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল একশোরও বেশি। যা চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞ থেকে চিকিৎসকদের। এই অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে নবান্নে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

শনিবার করোনা (Covid 19) নিয়ে রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একাধিক নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব। সেই নির্দেশিকাগুলি হল, প্রয়োজন অনুযায়ী আবার কনটেইনমেন্ট জোন (Containment Zone) তৈরি করতে হবে। ইতিমধ্যেই কলকাতায় একটি কনটেইনমেন্ট জোন ও দুটি সেফ হোম চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও, রাত্রিকালীন বিধিনিষেধ (Night Curfew) কঠোরভাবে পালন করার পাশাপাশি মাস্কের (Musk) ব্যবহার আবশ্যিক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এছাড়াও টিকাকরণের (Vaccination) ওপর আরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি।

স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিনের পরিসংখ্যান বলছে, কলকাতা, মালদা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও দার্জিলিং জেলায় করোনা সংক্রমণের হার বেশি। তাই এইসব জেলার জেলাশাসকদের আরও বেশি করে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি ৩টে ‘T’ অর্থাৎ টেস্টিং (Testing), ট্র্যাকিং (Tracking)ও ট্রিটমেন্টের (Treatment) দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- কংগ্রেস দিয়ে হবে না, বিজেপিকে দেশছাড়া করবে তৃণমূল, দাবি অভিষেকের

advt 19

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...